রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

লেভান্তেকে হারিয়ে জয়ে ফিরল রিয়াল

প্রথম পাতা » খেলাধুলা » লেভান্তেকে হারিয়ে জয়ে ফিরল রিয়াল
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬



লেভান্তেকে হারিয়ে জয়ে ফিরল রিয়াল

বাজে সময়ের মাঝে স্বস্তির জয় পেল রিয়াল মাদ্রিদ। টানা দুই ম্যাচে হারের পর লিগে শনিবার (১৭ জানুয়ারি) লেভান্তেকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও রাউল অ্যাসেনসিও।

বার্নাব্যুয়ে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে স্বাগতিকরাই। ম্যাচে ৭০ শতাংশ বল ছিল রিয়ালের দখলে। যদিও প্রথম গোল আদায় করতে দ্বিতীয় হাফ পর্যন্ত অপেক্ষা করতে হয় আলভারো আরবেলোয়ার দলকে।

৫৮তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। ডি বক্সে তাকেই আদ্রিয়ান দে লা ফুয়েন্তে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল রিয়াল। আসরে ফরাসি ফরোয়ার্ডের গোল হলো ১৯টি।

এগিয়ে যাওয়ার পর আক্রমণ বাড়ায় রিয়াল। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। গিলেরের কর্নারে দারুণ হেডে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন অ্যাসেনসিও। এই গোলের দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে, তবে ব্যর্থ হন তিনি। গোলের সুযোগ ছিল লেভান্তেরও, তবে গোল করতে পারেনি তারা।

২০ ম্যাচে ১৫ জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। ১ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের দল অবশ্য এক ম্যাচ কম খেলেছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৩৪   ৯ বার পঠিত