![]()
ভোলার-৪টি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বৈধ প্রার্থীদের এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। অপরদিকে, প্রতীক পেয়ে সমর্থন আদায়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার কথা জানিয়েছেন প্রার্থীরা।
ভোলা-১ (সদর আসনে) প্রতিদ্বন্দ্বী সাতজন প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয় পাটি (বিজেপির) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ‘গরুর গাড়ি’, জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম ‘দাড়িপাল্লা’, ইসলামী আন্দোলনের মো. ওবায়দুর রহমান ‘হাতপাখা’, জাতীয় পার্টির আকবর হোসাইন ‘লাঙল’, এনপিপির মিজানুর রহমান ‘আম’, ইসলামীক ফ্রন্টের মোহাম্মদ আশ্রাফ আলী ‘চেয়ার’ ও গণ অধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল মিয়া ‘ট্রাক’ প্রতীক পেয়েছেন।
ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে বিএনপির মো. হাফিজ ইব্রাহিম ‘ধানের শীষ’, জামায়াতে ইসলামী মোহাম্মদ ফজুলল করিম ‘দাঁড়িপাল্লা’, আমজনতার দলের মো. আলা উদ্দিন ‘প্রজাপতি’, এলডিপির মোকফার উদ্দিন চৌধুরী ‘ছাতা’, জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিটু ‘লাঙল’ স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন খন্দকার ‘মোটর সাইকেল’ প্রতীক পেয়েছেন।
ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনে ৫ জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) ‘ধানের শীষ’, ইসলামী আন্দোলনের মো. মোসলেহ উদ্দীন ‘হাতপাখা’, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন ‘লাঙল’, গণ অধিকার পরিষদের মো. আবু তৈয়ব ‘ট্রাক’ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মুহা. নিজামুল হক ‘ফুলকপি’ প্রতীক পেয়েছেন।
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলান নয়ন ‘ধানের শীষ’, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোস্তফা কামাল ‘দাঁড়িপাল্লা, আমজনতার দলে মো. জালাল উদ্দিন রুমি ‘প্রজাপতি’, জাতীয় পার্টির মো. মিজানুর রহমান ‘লাঙল’, ইসলামী আন্দোলনের আবুল মোকারম মো. কামাল উদ্দীন ‘হাতপাখা’ ও জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের আবুল কালাম পেয়েছেন ‘সিংহ’ প্রতীক।
ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান জানান, প্রতীক বরাদ্দের কার্যক্রম শেষ হয়েছে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থী ও সমর্থকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আইন শৃঙ্খলারক্ষা বাহিনী মোতায়েন করারসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রের ঝুঁকি বিবেচনা করে আলাদা পরিকল্পনা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬:২৭:৪৪ ১০ বার পঠিত