
ঢাকা, ১০ মে ২০২২:একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি-র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি, আসাদুজ্জামান নূর এমপি, মোঃ সাইফুজ্জামান এমপি, এইচ এম ইব্রাহিম এমপি, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এমপি ও নাদিরা ইয়াসমিন জলি এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি, বাংলাদেশ রেলওয়েতে ব্যবহৃত ইঞ্জিন অয়েল, গ্রীজ, গিয়ার অয়েল, কুলেন্ট, হাইড্রলিক অয়েল, মেশিন অয়েল, কম্প্রেসার অয়েল, নিউম্যাট্রিক কন্ট্রোল অয়েল কোন কোন উৎস থেকে সংগ্রহ করা হয়, মাসিক ব্যবহারের পরিমাণ, বিগত তিন বছরে ব্যবহৃত পরিমাণ, বেসরকারি পর্যায়ে পরিচালিত ট্রেনগুলোর বাৎসরিক আয়-ব্যয়, চট্টগ্রাম-কক্সবাজার রেল সংযোগ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি, খুলনা-দর্শনা ডাবল রেল লাইন নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
চট্টগ্রামের সিআরবি অথবা কুমিরায় ১৩ একর জমিতে হাসপাতাল নির্মাণ, বেসরকারি পর্যায়ে পরিচালিত ৪০টি ট্রেনের বাৎসরিক আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপন, অবৈধভাবে দখলকৃত সৈয়দপুর রেলওয়ে স্টেশনের জায়গা স্থানীয় সংসদ সদস্যগণ ও জনগণের সহযোগিতায় পুনরূদ্ধার, হবিগঞ্জের সাটিয়াজুরী রেলওয়ে স্টেশন পর্যটন সুবিধাসহ আধুনিকায়ন বিষয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করে স্থায়ী কমিটি।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:২৭:২৪ ১৩ বার পঠিত