নারায়ণগঞ্জ-৪: স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ-৪: স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



নারায়ণগঞ্জ-৪: স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে তার অনুসারী নেতা-কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

গিয়াসউদ্দিন এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা ও সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সঈনুল হোসেন রতন, ফতুল্লা থানা যুবদলের সাবেক প্রচার ও প্রচারণামূলক সম্পাদক সিমান্ত প্রধানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন এ আসনের একটি আলোচিত রাজনৈতিক নাম। তিনি ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে ছিলেন তিনি।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ ছাড়াও তাকে নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে নানা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও প্রচারণা চালিয়েছিলেন তিনি।

মনোনয়ন না পেলেও গিয়াসউদ্দিনের প্রতি স্থানীয় বিএনপির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীর সমর্থন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, এ আসনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মনির হোসেন কাসেমীকে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৫৬   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নাটকীয়তার পর নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন
আমরা চেয়েছি ব্যালট বিপ্লব, এখন এক-দুটি সিটের জন্য কতিপয় দল বিক্রি হয়ে যাচ্ছে
মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া কক‌টে‌লে যুবক নিহত
সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান
নির্বাচনি ইশতেহারে বৈদেশিক নীতি স্পষ্ট করতে হবে: দিলারা চৌধুরী
ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করবো : আবু জাফর বাবুল
গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জ-৪: স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন
আ. লীগ আমলে ৫৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ