পূজার অনুদান সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট কোনও হস্তক্ষেপ করবে না জানিয়ে দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। বুধবার এই সংক্রান্ত রায় দিল কলকাতা হাইকোর্ট।
টাকা খরচের বিষয় সতর্ক থাকবে রাজ্য সরকার সঠিকভাবে টাকা খরচ হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি করবে রাজ্য সরকার, এমনটাই নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এই জনস্বার্থ মামলা আজি নিষ্পত্তি করে দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
ক্লাব এবং পূজা কমিটি গুলিকে রাজ্যের দেওয়া অনুদান যাতে কোনরকম অপব্যবহার না হয় সেটাও নজর রাখার নির্দেশ দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত।
বাংলাদেশ সময়: ১৬:১০:৩০ ১৮৬ বার পঠিত