লন্ডনে মেধাবী শিক্ষার্থীদের এক্সেল অ্যাওয়ার্ড প্রদান

প্রথম পাতা » আন্তর্জাতিক » লন্ডনে মেধাবী শিক্ষার্থীদের এক্সেল অ্যাওয়ার্ড প্রদান
রবিবার, ১৯ নভেম্বর ২০১৭



---বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে এক্সেল অ্যাওয়ার্ড প্রদান-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পূর্ব লন্ডনের বিগল্যান্ড স্ট্রিটের কেয়ার হাউসে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।

শাব্বির আহমদ কাওসারের সভাপতিত্বে এবং রেদয়ান করিম ও লুবাব আজাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইদ্রিস বান্না হাসান এবং এর তরজমা করেন খাদিজা নুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জাজ বেলায়েত হোসেন।

বিভিন্ন পর্যায়ে পড়ালেখায় যেসব শিক্ষার্থী অসাধারণ সাফল্য অর্জন করেছে, তাদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া কমিউনিটির উন্নয়নে যারা বিশেষ অবদান রেখেছেন- এমন সব মিলে এবছর প্রায় ৬৫ জনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হলো।

অনুষ্ঠানে বক্তব্য দেন- ইসলামী শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু সায়ীদ, দাওয়াতুল ইসলামের আমীর হাসান মইনুদ্দীন, জাজ বেলায়েত হোসেন, মাওলানা আব্দুর রহমান আল-মাদানী, ফয়জুল ইসলাম, শাব্বির আহমদ কাওসার প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের সন্তানেরা আশার আলো, আগামী দিনের ভবিষ্যৎ। লেখাপড়ায় তাদের আশাতীত সফলতায় এ বহুজাতিক সমাজে তারা আমাদের মুখ উজ্জ্বল করছে। এ অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে তাদের উৎসাহ, অনুপ্রাণিত করা হচ্ছে এবং অন্যরা অনুপ্রাণিত হবে। তাদের এ সফলতার ধারা যাতে অব্যাহত থাকে সেই আশাবাদ ব্যক্ত করেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত অনেকে তাদের সফলতা ও অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের অভিভাবক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দারুল উম্মা ট্যালেন্ট ক্লাবের ছাত্রীরা ইসলামী নাশিদ পরিবেশন করে।

প্রসঙ্গত, ২০০৬ সালে প্রথম এক্সেল অ্যাওয়ার্ড প্রদান শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:৫৫   ৫৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ