ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতিহাসের এই দিনে
শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮



---

(শহীদ বুদ্ধিজীবী দিবস)
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। মহান স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে রক্তেভেজা একটি বেদনাবিধূর দিন। পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের সহযোগীরা এই দিনে দেশের খ্যাতিমান বুদ্ধিজীবীদের ওপর হত্যাযজ্ঞ চলে । হায়েনারা রাতের অন্ধকারে বিভিন্ন বাসা-বাড়িতে হামলা চালিয়ে শিক্ষাবিদ সাহিত্যক সাংবদিকসহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের জোর করে ধরে নিয়ে গিয়ে হত্যা করে।
পরাজয়ের অন্তিম মুহূর্তে দখলদার বাহিনীর নির্মম-নিষ্ঠুর এই হত্যাযজ্ঞ গোটা পৃথিবীর মানুষকে স্তম্ভিত করে তুলেছিল। গোপন অজ্ঞাত স্থানে হত্যাকান্ড চালানোর পর অনের লাশ ফেলে রাখা হয়েছিলো মিরপুরসহ রায়েরবাজারের বধ্যভূমিতে। লাশের স্তুপে কারো চোখ ছিল না, মাথা ছিল না, কারো হাত-পাও ছিলো না। বেয়নেটের খোঁচায় অনেকের পেটের নাড়ী-ভূড়ি বেরিয়ে গিয়েছিলো। ১৪ ডিসেম্বর হায়েনারা বাবা-মা,স্ত্রী-সন্তান, ভাই বোন আত্মীয়-স্বজনদের সামনে টেনে-হেঁচড়ে বিভিন্ন বাসা-বাড়ি ও অফিস-আদালত থেকে বুদ্ধিজীবীদের তুলে নিয়ে যায়। অধ্যাপক মুনীর চৌধুরী অধ্যাপক জিসি দেব, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক জ্যোতিময় গুহ ঠাকুরতা, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক মনিরজ্জামান, অধ্যাপক আনোয়ার পাশা, সন্তোষ ভট্টাচার্য, সাংবাদিক-সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার, সিরাজুদ্দীন হোসেন, আনম গোলাম মোস্তফা, নাজমুল হক, লাতু ভাই, খন্দকার আবু তালেব, আবুল খায়ের রাশেদুল হাসান, ডাক্তার আলীম চৌধুরী, ডাঃ রাববী, ডাঃ আজাদ, আবুল বাশার, ডঃ জয়জুল হক মহি, চলচ্চিত্রকার জহির রায়হান প্রমুখ ইতিহাসের নিষ্ঠুর হত্যাকা-ের শিকার হন। ১৪ ডিসেম্বরের এই করুণ স্মৃতি বাঙ্গালি কোনোদিন ভুলতে পারবে না। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ দখলদার মুক্ত হলে স্বজনহারা হাজার হাজার শোকাত মানুষ রায়েরবাজারের বধ্যভূমিতে ছুটে যায়। বধ্যভূমিতে ময়লা-নোংরা পানিতে পড়েছিলো বুদ্ধিজীবীদের লাশের স্তুপ।

(বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদ ত)
১৯৭১ এর এই দিনে স্বাধীনতার উষালগ্নে বাংলার বিজয় সুনিশ্চিত করে শহীদ হয়েছিলেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। লড়াকু এক সৈনিকের প্রতিকৃতি তিনি। ’৭১ সালে পাকিস্তানে আটকেপড়া আরো ৩ জন অফিসারকে নিয়ে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। রণাঙ্গনে অসাধারণ কৃতিত্ব প্রদর্শনের কারণে তাকে রাজশাহীর চাপাইনবাবগঞ্জ দখলের দায়িত্ব দেয়া হয়। এক এক করে তিনি শত্রুদের অনেকগুলো ঘাটি তছনছ করে দেন। ক্ষিপ্রতার সঙ্গে একটির পর একটি শক্ৰ ট্রেঞ্চ দখলের পর শক্রপক্ষের আকস্মিক গুলিতে তার মৃত্যু হয়। সহযোদ্ধাদের তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। মরণপণ যুদ্ধে ১৪ ডিসেম্বর চাপাইনবাবগঞ্জে পাকিস্তানি সৈন্যদের আস্তানা পুড়িয়ে দেয়া হয়। পরে সোনা মসজিদে আঙ্গিনায় তাকে সমাহিত করা হয়। মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম ১৯৪৮ সালে বরিশালের বাবুগঞ্জে। ১৯৬৭ তে তিনি পাকিস্তান সামরিক একাডেমীতে ক্যাডেট হিসেবে যোগ দেন। ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন ৬৮র ২ জুন। যুদ্ধে যোগদানের জন্যে পাকিস্তান থেকে পালিয়ে আসেন ৭১’র ৩ জুলাই ।

১৮০৫ সালের এ দিনে ফসিল জ¦ালানী হিসেবে পাথুরে কয়লার তীব্র তাপ শক্তি উৎপাদনের ক্ষমতার বিষয়টি আবিষ্কৃত হয়। আর এ বিষয়টি আবিষ্কার করেন জর্জ ব্রাঙ্কলোন। এর আগে পাথুরে কয়লা কেবল বাড়ী নির্মাণের সামগ্রী হিসেবে ব্যবহৃত হত। ব্রাঙ্কলোনের এ আবিষ্কারের পরই বৃটেনের পালিমুট বন্দরে প্রথমবারের মত কয়লার খনি থেকে কয়লা উত্তোলন শুরু হয়।

১৯১১ সালের এ দিনে অনেক বছরের প্রচেষ্টার পর দক্ষিণ-মেরু আবিষ্কৃত হয় এবং প্রথমবারের মত এক দল অনুসন্ধানী এই তুহিন মেরুতে পা রাখেন। এ দিনে নরওয়ের নাবিক ক্যাপ্টেন রোয়াল্ড এমুন্ডসন দক্ষিণ মেরুতে তার দেশের পতাকা উত্তোলন করতে সক্ষম হন। তার প্রতিদ্বন্দ্বী বৃটিশ নাবিক ক্যাপ্টেন রবার্ট স্কট প্রথমবারের মত সেখানে পৌঁছার চেষ্টা করেও এই কৃতিত্ব অর্জন করতে পারেন নি। ক্যাপ্টেন রবার্ট স্কট ও তার সঙ্গীরা দক্ষিণ মেরুতে তুষার ঝড়ের কবলে পড়ে প্রাণ হারান।

১৯৮১ সালের এ দিনে ইহুদিবাদী ইসরাইলের সংসদ অধিকৃত গোলান মালভূমিকে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের ভূখ- বলে ঘোষণা করে। ইসরাইল ১৯৬৭ সালে কয়েকটি আরব দেশের সাথে এক যুদ্ধে সিরিয়ার এই ভুখ-টি দখল করে। ইসরাইল এই ভুখ-কে নিজের ভুখ- বলে দাবী করলেও জাতিসংঘসহ আরব ও মুসলিম বিশ্ব এবং আন্তর্জাতিক সমাজ ইসরাইলের এ পদক্ষেপকে বৈধ বলে মনে করে না। গোলানের ওপর ইসরাইলী দখলদারিত্বকে মধ্যপ্রাচ্যের তথাকথিত আপোস প্রক্রিয়ার পথে অন্যতম বড় বাধা বলে মনে করা হয়।

১৯৯৫ সালের এ দিনে প্যারিসে এক সম্মেলনে ডেইটন চুক্তি চূড়ান্ত করা হয় এবং একই বছরের ২১ শে নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ডেইটন নামক স্থানে মার্কিন কর্মকর্তাদের চাপের মুখে বসনিয়ার মুসলমান, সার্ব ও ক্রোয়াট নেতৃবৃন্দ এ চুক্তি স্বাক্ষর করেন। এ চুক্তির একমাত্র যে সুফল মুসলমানরা পেয়েছে তা হল তাদের ওপর সার্বদের নৃশংস গণহত্যা বন্ধ হয়। বসনিয়ার স্বাধীনতা দাবী করায় নব্বুইয়ের দশকের প্রথম থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সেখানকার আড়াই লক্ষ মুসলমান সার্বদের হাতে নিহত হয়েছিল। অন্যদিকে এই চুক্তির ফলে সার্ব ও ক্রোয়াটরা মুসলমানদের চেয়ে অনেক বেশী রাজনৈতিক সুবিধা অর্জন করে। ডেইটন চুক্তি অনুযায়ী মুসলমানরা বসনিয়ায় সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও বসনিয়াকে মুসলিম-ক্রোয়াট ফেডারেশন এবং বসনীয় সার্ব প্রজাতন্ত্র বা সের্বেস্কা নামে বিভক্ত করা হয়। ডেইটন চুক্তি মোতাবেক বসনিয়ার কেন্দ্রীয় সরকার সার্ব, ক্রোয়াট ও মুসলমান সম্প্রদায়ের তিন জন রাষ্ট্র প্রধানের একটি কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। কিন্তু বার লক্ষ বসনীয় মুসলমানের স্বদেশ প্রত্যাবর্তনসহ ডেইটন চুক্তির আরো অনেক অসঙ্গতি বা সমস্যাগুলো এখনও অমীমাংশিত রয়ে গেছে।

স্কটল্যান্ডের রাজা পঞ্চম জেমসের মৃত্যু (১৫৪২)
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ওয়াশিংটনের মৃত্যু (১৭৯৯)
বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাংকের কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন (১৯০১)
ব্রিটেনের সাধারণ নির্বাচনে মহিলাদের সর্বপ্রথম ভোটাধিকার প্রয়োগ (১৯১৮)
রুমানিয়া প্রজাতন্ত্রী দেশে পরিণত (১৯৪৭)
সুরকার, সংগীত পরিচালক ধীর আলী মিয়ার মৃত্যু (১৯৮৪)
প্যারিসে বসনীয় শান্তি চুক্তি স্বাক্ষর (১৯৯৫)
বাংলাদেশে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিলে প্রেসিডেন্টের স্বাক্ষর (১৯৯৬)

বাংলাদেশ সময়: ৯:২৬:৩২   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ