
মোদীর অশ্বমেধের ঘোড়া থেমেছে৷ জয় এসেছে গো-বলয়ের তিন রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে৷ বহু দিন পর সাফল্যে খুশি কংগ্রেস৷ তবে লোকসভার আগে এই সাফল্যকে কাজে লাগাতে মরিয়া রাহুল গান্ধী৷ বিজেপি বিরোধী ২১ দলের সব শীর্ষ নেতাকেই আমন্ত্রণ জানানো হয়েছে শপথে৷ সোমবার এই তিন রাজ্যে মুখ্যমন্ত্রীদের শপথ অনুষ্ঠান কার্যত হতে চলেছে বিরোধীদের জোটের ঐক্য প্রদর্শনের মঞ্চ৷
সোমবার সকাল সাড়ে দশটায় রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অশোক গেহলট৷ দুপুর দেড়টায় শপথ মধ্যপ্রদেশের কমল নাথের৷ বাঘেল সাড়ে চারটায় শপথ নেবেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী পদে৷ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী পদ প্রার্থীরা নিজেরা ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন বিরোধী জোটের অন্যান্য প্রধানদের৷ হাত শিবিরের এই আহ্বান জোট পোক্ত করার কৌশল হিসাবেই দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা৷
সূত্রের খবর, ইতিমধ্যেই আমন্ত্রণ পৌঁছে গিয়েছে এনসিপির শরোদ পাওয়ার, লোকতান্ত্রিক জনতা দলের শরোদ যাদব, ডিএমকের স্ট্যালিন, আরজেডির তেজস্বি যাদব, জেডিএসের কুমারস্বামীর কাছে৷ মধ্যপ্রদেশ ও রাজস্থানে কংগ্রেসকে সরকার গড়তে সমর্থন জানিয়েছে সমাজবাদী ও বহু জন সমাজবাদী দল৷ ফলে আমন্ত্রণ পৌঁছেছে অখিলেশ যাদব ও মায়াবতীর কাছে৷ কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে পিসি-ভাইপো শপথে যোগ দেন কিনা তা নিয়ে কৌতুহল রাজনৈতিক মহলের৷ এছাড়াও আসকতে অনুরোধ করা হয়েছে ওমর ও ফারুক আবদুল্লা, বাবুলাল মারান্ডি, ডেতেন রাম মাঝি, বদরুদ্দিন আজমলদেরও৷
জোটের অন্যতম স্টিয়ারিং তৃণমূল নেত্রীর কাছেও পৌঁছে গিয়েছে শপথে যোগ দেওয়ার আমন্ত্রণ৷ তবে ব্যক্তিগত কাজ থাকায় সেখানে যাবেন সাংসদ দিনেশ ত্রিবেদী৷ কংগ্রেস নেতৃত্বের করফে বিশেষ অনুরোধ গিয়েছে অন্দ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর কাছেও৷ কর্ণাটকে কুমারস্বামীর শপথে বিজেপি বিরোধী জোটের যে ছবি দেখা গিয়েছিল তারই প্রতিফলন ঘটবে সোমবার৷ আশায় কংগ্রেস নেতৃত্ব৷
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, তিন রাজ্যের ভোটের ফলেই স্পষ্ট বিজেপিকে সরিয়ে মানুষ আস্থা রেখেছেন কংগ্রেসের উপর৷ লোকসভায় পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লি বা দক্ষিণের কর্ণাটক, তামিলনাড়ু, অন্দ্রপ্রদেশে আঞ্চলিক দলগুলির ভোট বাড়বে বলে মনে করা হচ্ছে৷ জাতীয়স্তরে মোদীকে ক্ষমতাচ্যূত করতে তাই আঞ্চলিক দলগুলির সঙ্গে ভালো সম্পর্ক রাখা অত্যন্ত জরুরী বলে মনে করে কংগ্রেস৷ অন্যদিকে শপথের ২১ দলের নেতৃত্বরা উপস্থিত থাকলে যে ঐক্যের ছবি ফুটে উঠবে তাতে হবে বিরোদী জোটের প্রতি আস্থাবর্ধক৷
বাংলাদেশ সময়: ২১:৪১:৩১ ২১৯ বার পঠিত