বিরোধীদের ঐক্যের মঞ্চ হতে চলেছে তিন রাজ্যে শপথ অনুষ্ঠান

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিরোধীদের ঐক্যের মঞ্চ হতে চলেছে তিন রাজ্যে শপথ অনুষ্ঠান
রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮



---

মোদীর অশ্বমেধের ঘোড়া থেমেছে৷ জয় এসেছে গো-বলয়ের তিন রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে৷ বহু দিন পর সাফল্যে খুশি কংগ্রেস৷ তবে লোকসভার আগে এই সাফল্যকে কাজে লাগাতে মরিয়া রাহুল গান্ধী৷ বিজেপি বিরোধী ২১ দলের সব শীর্ষ নেতাকেই আমন্ত্রণ জানানো হয়েছে শপথে৷ সোমবার এই তিন রাজ্যে মুখ্যমন্ত্রীদের শপথ অনুষ্ঠান কার্যত হতে চলেছে বিরোধীদের জোটের ঐক্য প্রদর্শনের মঞ্চ৷

সোমবার সকাল সাড়ে দশটায় রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অশোক গেহলট৷ দুপুর দেড়টায় শপথ মধ্যপ্রদেশের কমল নাথের৷ বাঘেল সাড়ে চারটায় শপথ নেবেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী পদে৷ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী পদ প্রার্থীরা নিজেরা ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন বিরোধী জোটের অন্যান্য প্রধানদের৷ হাত শিবিরের এই আহ্বান জোট পোক্ত করার কৌশল হিসাবেই দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা৷

সূত্রের খবর, ইতিমধ্যেই আমন্ত্রণ পৌঁছে গিয়েছে এনসিপির শরোদ পাওয়ার, লোকতান্ত্রিক জনতা দলের শরোদ যাদব, ডিএমকের স্ট্যালিন, আরজেডির তেজস্বি যাদব, জেডিএসের কুমারস্বামীর কাছে৷ মধ্যপ্রদেশ ও রাজস্থানে কংগ্রেসকে সরকার গড়তে সমর্থন জানিয়েছে সমাজবাদী ও বহু জন সমাজবাদী দল৷ ফলে আমন্ত্রণ পৌঁছেছে অখিলেশ যাদব ও মায়াবতীর কাছে৷ কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে পিসি-ভাইপো শপথে যোগ দেন কিনা তা নিয়ে কৌতুহল রাজনৈতিক মহলের৷ এছাড়াও আসকতে অনুরোধ করা হয়েছে ওমর ও ফারুক আবদুল্লা, বাবুলাল মারান্ডি, ডেতেন রাম মাঝি, বদরুদ্দিন আজমলদেরও৷

জোটের অন্যতম স্টিয়ারিং তৃণমূল নেত্রীর কাছেও পৌঁছে গিয়েছে শপথে যোগ দেওয়ার আমন্ত্রণ৷ তবে ব্যক্তিগত কাজ থাকায় সেখানে যাবেন সাংসদ দিনেশ ত্রিবেদী৷ কংগ্রেস নেতৃত্বের করফে বিশেষ অনুরোধ গিয়েছে অন্দ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর কাছেও৷ কর্ণাটকে কুমারস্বামীর শপথে বিজেপি বিরোধী জোটের যে ছবি দেখা গিয়েছিল তারই প্রতিফলন ঘটবে সোমবার৷ আশায় কংগ্রেস নেতৃত্ব৷

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, তিন রাজ্যের ভোটের ফলেই স্পষ্ট বিজেপিকে সরিয়ে মানুষ আস্থা রেখেছেন কংগ্রেসের উপর৷ লোকসভায় পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লি বা দক্ষিণের কর্ণাটক, তামিলনাড়ু, অন্দ্রপ্রদেশে আঞ্চলিক দলগুলির ভোট বাড়বে বলে মনে করা হচ্ছে৷ জাতীয়স্তরে মোদীকে ক্ষমতাচ্যূত করতে তাই আঞ্চলিক দলগুলির সঙ্গে ভালো সম্পর্ক রাখা অত্যন্ত জরুরী বলে মনে করে কংগ্রেস৷ অন্যদিকে শপথের ২১ দলের নেতৃত্বরা উপস্থিত থাকলে যে ঐক্যের ছবি ফুটে উঠবে তাতে হবে বিরোদী জোটের প্রতি আস্থাবর্ধক৷

বাংলাদেশ সময়: ২১:৪১:৩১   ২১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ