বৃহস্পতিবারই মন্ত্রিসভায় রদবদল, একঝাঁক নতুন মুখ

প্রথম পাতা » আন্তর্জাতিক » বৃহস্পতিবারই মন্ত্রিসভায় রদবদল, একঝাঁক নতুন মুখ
মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮



---

জল্পনা ছিলই৷ সেই জল্পনাকেই এবার সত্যি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবারই তিনি রাজ্য মন্ত্রিসভার রদবদল করতে চান বলে জানা গেছে৷ নবান্ন সূত্রে খবর, এদিন সচিবদের ডেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন বৃহস্পতিবারেই মন্ত্রিসভার রদবদল করবেন তিনি৷ সেই সংক্রান্ত ফাইল তিনি রাজভবনে পাঠানোর নির্দেশ দেন৷

এর আগে শোভন চট্টোপাধ্যায় পদত্যাগ করার পরই জল্পনা তুঙ্গে ওঠে মন্ত্রিসভায় রদবদলের৷ বিভিন্ন নতুন মুখের নাম শোনা যায়৷ কিন্তু তৃণমূলের একটা সূত্র মনে করছিল লোকসভা ভোটের আগে কোনও অদল-বদল করবেন না দিদি৷ কিন্তু অনেকের কাঁধেই একাধিক দায়িত্ব থাকায় তড়িঘড়ি রদবদলের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী৷ যেমন, শোভনের ছেড়ে যাওয়া দমকল ও আবাসন দফতরের দায়িত্ব বর্তেছে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ওপর৷ উপরন্তু তাঁর কাঁধে বাড়তি দায়িত্ব রয়েছে কলকাতা পুরসভার৷

সূত্রের খবর, এবারের মন্ত্রিসভায় আমদানী হতে পারে বেশ কয়েকটি নতুন মুখের৷ এদের মধ্যে অন্যতম বিধাননগরের বিধায়ক সুজিত বসু৷ এর আগেও সুজিত বসুর নাম শোনা গিয়েছিল৷ শোভনের ছেড়ে যাওয়া দমকল দফতর দেওয়া হতে পারে তাঁকে৷ কিন্তু সেসময় থমকে যায় পরিকল্পনা৷ অবশেষে সেই সন্ধিক্ষণ হয়তো আসতে চলেছে বৃহস্পতিবার৷ একরকম সুজিত বসুর মন্ত্রীত্ব পাকা হয়েই রয়েছে বলেই খবর৷

বৃহস্পতিবার শপথ নিতে পারেন তালডাংরার বিধায়ক সমীর চক্রবর্তী৷ নাম শোনা যাচ্ছে করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্রর৷ তৃণমূল সূত্রে খবর, দলের কাজে বেশ দক্ষ হয়ে উঠেছেন মহুয়া৷ ইদানিং অসমে এনআরসি ইস্যু থেকে অসমে জঙ্গি হামলায় নিহত ৫ বাঙালির পরিবারের পাশে দাঁড়ানো৷ দলে যথেষ্ট গুরুত্ব বেড়েছে তাঁর৷

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কখন কি চলে তা স্বয়ং তিনিও বলতে পারবেন৷ এক মিনিট আগেও তা টের পাওয়ার ক্ষমতা কারর নেই৷ তাই এত জল্পনার মাঝেও অন্য কিছুও যে ঘটে যাবে না তাই বা কে বলতে পারে৷ তবে বৃহস্পতিবারের রদবদল পাকা হয়ে গিয়েছে৷

নবান্ন সূত্রে খবর, শুধু নতুন মুখই নয় দায়িত্ব কমানো হতে পারে পুরোনোদেরও৷ মন্ত্রিসভা থেকে পুরোনোদের অপসারনের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ কারন মন্ত্রিসভার অনেকের কাজেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী৷ আর তাই নতুনদের ভগ্যের সঙ্গে ওইদিন পুরোনোদের ভাগ্য পরীক্ষা হবে বলেই মনে করা হচ্ছে৷

বাংলাদেশ সময়: ২৩:০৩:০৯   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ