
পরিকাঠামো থেকে শিক্ষা, স্বাস্থ্য থেকে ছোট, মাঝারি শিল্প সহ নানা বিষয়ের আগ্রগতিতে দেশের মধ্যে বাংলাই সেরা৷ পরিসংখ্যান তুলে ধরে প্রায়শই এই বলেন মুখ্যমন্ত্রী৷ এবার তিনি পরিকাঠামোর বিচারে বাংলার সঙ্গে তুলনা করলেন ইউরোপের দেশগুলির৷ কিঞ্চিত এগিয়েও রাখলেন রাজ্যকে৷
শুক্রবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই কেন্দ্রের মোদী সরকারের নানা কাজের সমালোচনা করেন তিনি৷ তুলে ধরেন মানুষের সাহায্য রাজ্য সরকারের নানা সামাজিক প্রকল্পের কথা৷ এই সময়ই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গত কয়েক বছরে বদলে গিয়েছে রাজ্যের অবস্থা৷ বাংলাজুড়ে পরিকাঠামোগত যে উন্নয়ন হয়েছে তা ইউরোপের যে কোনও দেশের সঙ্গে তুলনীয়৷’’
এই তুলনায় মুখ্যমন্ত্রীর উদাহরণ ছিল তৃণমূল সরকারের আমলে রাজ্যে রাস্তা-ঘাটের অবস্থার উন্নয়ন থেকে সরকারি কাজে ওয়ান ডোর সিস্টেম চালু, প্রযুক্তির সাহায্যে কর জমার সু-বন্দোবস্ত৷ শিক্ষা ক্ষেত্রে নতুন বিশ্ববিদ্যালয় তৈরি৷ চালু হয়েছে কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথীর মতো নানা সামাজিক প্রকল্প৷

বছর ঘুরেছে৷ সঙ্গে বদল হয়েছে রাজ্যপাটেও৷ শিবরাজ সিং চৌহানকে হারিয়ে মধ্যপ্রদেশের মসনদে এখন কংগ্রেসের কমল নাথ৷ ২০১৭-সালের অক্টোবরে এক অনুষ্ঠানে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের সড়কের সঙ্গে তুলনা টানেন মার্কিন মুলুকের রাস্তার৷ শিবরাজের বক্তব্য ছিল, ‘‘ওয়াশিংটনে পথ ধরে বিভিন্ন জায়গার যাওয়ার সময় মনে হল আমাদের (মধ্যপ্রদেশের) রাজ্যের রাস্তা সেদেশের তুলনায় অনেকটাই ভালো৷’’
অনেকেই শুক্রবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সঙ্গে তুলনা করছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যের৷ নিন্দুকেরা বলছেন, ‘তুলনা’ টেনে শিবরাজের কি হাল হল তা প্রমাণিত৷ তৃণমূল নেত্রীর আবার একই অবস্থা হবে না তো? বিশ্লেষকরা অবশ্য ভরসা দিচ্ছেন৷ তাঁদের মতে সে রাজ্যে মতো জোড়া ফুলে এখনও কাঁটা ফোঁটার পরিস্থিতি তৈরি হয়নি৷
বাংলাদেশ সময়: ১৫:৩৮:৩১ ১৯৫ বার পঠিত