পশ্চিমবঙ্গ এখন ইউরোপের সমতুল্য: মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিমবঙ্গ এখন ইউরোপের সমতুল্য: মমতা
শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮



---

পরিকাঠামো থেকে শিক্ষা, স্বাস্থ্য থেকে ছোট, মাঝারি শিল্প সহ নানা বিষয়ের আগ্রগতিতে দেশের মধ্যে বাংলাই সেরা৷ পরিসংখ্যান তুলে ধরে প্রায়শই এই বলেন মুখ্যমন্ত্রী৷ এবার তিনি পরিকাঠামোর বিচারে বাংলার সঙ্গে তুলনা করলেন ইউরোপের দেশগুলির৷ কিঞ্চিত এগিয়েও রাখলেন রাজ্যকে৷

শুক্রবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই কেন্দ্রের মোদী সরকারের নানা কাজের সমালোচনা করেন তিনি৷ তুলে ধরেন মানুষের সাহায্য রাজ্য সরকারের নানা সামাজিক প্রকল্পের কথা৷ এই সময়ই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গত কয়েক বছরে বদলে গিয়েছে রাজ্যের অবস্থা৷ বাংলাজুড়ে পরিকাঠামোগত যে উন্নয়ন হয়েছে তা ইউরোপের যে কোনও দেশের সঙ্গে তুলনীয়৷’’

এই তুলনায় মুখ্যমন্ত্রীর উদাহরণ ছিল তৃণমূল সরকারের আমলে রাজ্যে রাস্তা-ঘাটের অবস্থার উন্নয়ন থেকে সরকারি কাজে ওয়ান ডোর সিস্টেম চালু, প্রযুক্তির সাহায্যে কর জমার সু-বন্দোবস্ত৷ শিক্ষা ক্ষেত্রে নতুন বিশ্ববিদ্যালয় তৈরি৷ চালু হয়েছে কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথীর মতো নানা সামাজিক প্রকল্প৷

---

বছর ঘুরেছে৷ সঙ্গে বদল হয়েছে রাজ্যপাটেও৷ শিবরাজ সিং চৌহানকে হারিয়ে মধ্যপ্রদেশের মসনদে এখন কংগ্রেসের কমল নাথ৷ ২০১৭-সালের অক্টোবরে এক অনুষ্ঠানে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের সড়কের সঙ্গে তুলনা টানেন মার্কিন মুলুকের রাস্তার৷ শিবরাজের বক্তব্য ছিল, ‘‘ওয়াশিংটনে পথ ধরে বিভিন্ন জায়গার যাওয়ার সময় মনে হল আমাদের (মধ্যপ্রদেশের) রাজ্যের রাস্তা সেদেশের তুলনায় অনেকটাই ভালো৷’’

অনেকেই শুক্রবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সঙ্গে তুলনা করছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যের৷ নিন্দুকেরা বলছেন, ‘তুলনা’ টেনে শিবরাজের কি হাল হল তা প্রমাণিত৷ তৃণমূল নেত্রীর আবার একই অবস্থা হবে না তো? বিশ্লেষকরা অবশ্য ভরসা দিচ্ছেন৷ তাঁদের মতে সে রাজ্যে মতো জোড়া ফুলে এখনও কাঁটা ফোঁটার পরিস্থিতি তৈরি হয়নি৷

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৩১   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ