পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোয় জিহাদিদের হামলায় নিহত ১২

প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোয় জিহাদিদের হামলায় নিহত ১২
শনিবার, ১২ জানুয়ারী ২০১৯



---

নিউজটুনারায়ণগঞ্জঃ পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জিহাদিদের এক হামলায় ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই ঘটনায় আরো ২ জন আহত হয়েছে। জঙ্গি সহিংসতা দমনে দেশটির লড়াই চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটেই এ হামলা চালানো হয়।

শুক্রবার (১১ জানুয়ারি) দেশটির এক কর্মকর্তারা একথা জানান বলে জানিয়েছেন আর্ন্তজাতিক সংবাদ সংস্থা এএফপি। পশ্চিম আফ্রিকার এ দেশ গত বছরের শেষের দিকে অনেক প্রদেশে জরুরি অবস্থা জারি এবং বৃহস্পতিবার দেশটির সেনা প্রধানকে বরখাস্ত করে।

শুক্রবার রাতে নিরাপত্তা মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ সহিংসতায় বন্দুকধারীরা দিনের বেলায় গ্রামের একটি বাজারে হামলা চালায়।

আরো বলা হয়েছে, সশস্ত্র প্রায় ৩০ ব্যক্তি গাসেলিকি গ্রামে সন্ত্রাসী হামলা চালায়। এতে ১২ জন নিহত ও দু’জন আহত হয়। এ সময় একটি গাড়ি ও ছয়টি দোকান জ্বালিয়ে দেয়া হয়।

স্থানীয় এক সূত্র এএফপি’কে জানিয়েছেন, হামলাকারীরা বিভিন্ন দোকানে লুটপাট চালায় এবং সাপ্তাহিক এ বাজারে আসা লোকজনের ওপর গুলিবর্ষণ করে।

প্রসঙ্গত, ২০১৫ সালে বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জিহাদিরা হামলা শুরু করে। পরে তাদের এ হামলা টোগো ও বেনিন সীমান্তবর্তী পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১২:২৯:৩৫   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ