নারায়ণগঞ্জে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর হাজিরা

প্রথম পাতা » আইন আদালত » নারায়ণগঞ্জে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর হাজিরা
রবিবার, ২৬ নভেম্বর ২০১৭



---বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ নারায়ণগঞ্জ বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী চারটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন।

এর মধ্যে নজরুল ইসলাম আজাদ ও জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরসহ ছয়জন নেতাকর্মী আদালত থেকে স্থায়ী জামিন পেয়েছেন। অপর একটি মামলায় তৈমূর আলম ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দীনসহ ৩৯ জনের বিরুদ্ধে নাশকতার মামলার চার্জগঠন পিছিয়েছে আদালত।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চারটি আদালতে নেতাকর্মীরা চারটি মামলায় হাজিরা দেন।

আসামি পক্ষের আইনজীবী বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ২০১৩ সালের হেফাজতের অবরোধের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় ৩৯ জনের চার্জ গঠন পিছিয়েছে আদালত। এছাড়াও রূপগঞ্জ থানার একটি মামলায় পরোয়ানা থাকায় জামিন পেয়েছেন কাজী মনিরুজ্জামান ও কাজী আহাদ। রূপগঞ্জের দুটি মামলার মধ্যে একটিতে আসামি রয়েছেন ১৯৩ জন ও অপর আরেকটি মামলায় আসামি ১৯৪ জন। তারা আদালতে হাজিরা দিয়েছেন। আড়াইহাজারের আরেকটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন নজরুল ইসলাম আজাদ, জুয়েল হোসেন, অ্যাডভোকেট কামাল হোসেন ও সোহাগ।

এসব নেতা ছাড়াও মামলায় আসামি রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহামুদ, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস, আবদুল হাই রাজু, পারভেজ আহমেদ, মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক সফর আলী ভুইয়া, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ লালা বেপারী, মহানগর বিএনপির মাহাবুব উল্লাহ তপন, কেন্দ্রীয় যুবদল নেতা সাদেকুর রহমান সাদেক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিপন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমতাজ উদ্দীন মন্তু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমএ হালিম, মহানগর শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আশিক, আড়াইহাজার যুবদলের আহ্বায়ক জুয়েল হোসেন, জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফা, জেলা তাঁতীদলের সভাপতি এমএ আকবর আলী, ছাত্রদল নেতা রাফিউদ্দীন রিয়াদ, সাইফুল ইসলাম আপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:১৬:২০   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ