এসএসসি পরীক্ষায় বোর্ড কর্তৃক নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে মঙ্গলবার এ আদেশ দেন।
হবিগঞ্জের চুনারুঘাটের গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক জালাল উদ্দিন খানের করা রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন। রুলের পাশাপাশি ২০১৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি, সেক্রেটারি ও স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে তা প্রতিবেদন আকারে দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহির উদ্দিন লিমন। তিনি জানান, রিট আবেদনটি শুনানির পর আদালত স্বপ্রণোদিতভাবে রুল জারি করেন।
জহির উদ্দিন জানান, শিক্ষা বোর্ড থেকে সব বিষয়ের শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ফি নির্ধারণ করে দেওয়া হয় এক হাজার ৫৫০ টাকা। কিন্তু ওই স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে দুই হাজার ৮৯০ টাকা আদায় করেছে। অতিরিক্ত ফি নেয়ার বিষয়ে প্রতিকার চেয়ে করা রিটের বিবাদী শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হবিগঞ্জ জেলা প্রশাসকসহ মোট নয়জন। এদের প্রত্যেকে রুলের জবাব দিতে নির্দেশ দেয়া।
বাংলাদেশ সময়: ২২:৪৯:৪৫ ৪৪০ বার পঠিত