ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতিহাসের এই দিনে
রবিবার, ৩ মার্চ ২০১৯



---

আজ (রোববার) ০৩ মার্চ’২০১৯

১৯৯২ সালের এ দিনে বসনিয়া হার্জেগোভিনা সাবেক ইয়োগোস্লাভিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে। এক গণভোটে শতকরা প্রায় ১০০ ভাগ ভোটার স্বাধীনতার পক্ষে ভোট দেন। এর আগে স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া ইয়োগোস্লাভিয়া থেকে স্বাধীন হয়ে যায়। বসনিয়া হার্যেগোভিনার আয়তন প্রায় ৫১ হাজার ১২৯ বর্গ কিলোমিটার। এর উত্তরে ও পশ্চিমে রয়েছে ক্রোয়েশিয়া এবং পূর্ব দিকে রয়েছে সার্বিয়া ও দক্ষিণ পূর্বে রয়েছে মন্টিনিগ্রো। ১৯৯১ সালের হিসেবে অনুযায়ী দেশটির শতকরা ৪৪ ভাগ জনগণ মুসলমান এবং বলকান অঞ্চলে তারাই সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায়। কিন্তু বসনিয়া স্বাধীনতার ঘোষণা দেয়ায় সেখানকার মুসলমানদের ওপর চাপিয়ে দেয়া হয় ইউরোপের অন্যতম বড় ট্রাজেডী। বসনিয়ার সার্বরা সার্বিয়ার সেনাদের সহায়তায় বসনিয়ার মুসলমানদের পাইকারীভাবে হত্যা করতে থাকে। বংশ নিধনযজ্ঞ চালানো ছাড়াও সার্বরা বসনিয়ার অর্থনৈতিক অবকাঠামো ও জাতীয় সম্পদের ব্যাপক ক্ষতি করে। ৪৩ মাস ধরে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ, গণহত্যা ও বিভিন্ন পাশবিক বা নৃশংস নির্যাতন চালানোর ফলে আড়াই লক্ষ বসনীয় মুসলমান নিহত এবং প্রায় ১৫ লক্ষ মুসলমান শরণার্থী হয়। অবশেষে বিশ্ব সমাজের হস্তক্ষেপে ১৯৯৫ সালে ডেটন চুক্তির মাধ্যমে বসনিয়ার যুদ্ধের সমাপ্তি ঘটে এবং সেখানে বসনীয় মুসলমান, সার্ব ও ক্রোয়াটদের মধ্য থেকে নির্বাচিত ৩ সদস্যের প্রেসিডেন্ট পরিষদ সরকার পরিচালনা করছে।

বসনিয়া হার্যে গোভিনায় গণহত্যা ও যুদ্ধ অপরাধে জড়িত অনেক সার্ব নেতা এখনও পালিয়ে বেড়াচ্ছেন। অনেক অপরাধী সার্ব কর্মকর্তাকে গ্রেফতার করা হলেও তাদের যথাযোগ্য শাস্তি বা মৃত্যুদন্ড দেয়া হয় নি, বরং লোক-দেখানো অতি সামান্য শাস্তি বা কারাদন্ড দেয়া হয়েছে। বসনিয়ায় মুসলমানদের ওপর গণহত্যাকে ইউরোপের তথাকথিত মানবাধিকারবাদী সরকারগুলো হয় নীরবে সহ্য করেছে বা গোপনে সমর্থন করেছে। বৃটেনের তৎকালীন প্রধানমন্ত্রী জন মেজর এক বিবৃতিতে বলেছিলেন, ইউরোপের বুকে একটি মুসলিম রাষ্ট্রের অভ্যুদয় কখনও মেনে নেয়া হবে না।

১৯৪৬ সালের এ দিনে ইরানে প্রথমবারের মত আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নাসির উদ্দিন শাহ কাজারের সময় তার বিচক্ষণ ও জনদরদী প্রধানমন্ত্রী আমির কাবিরের উদ্যোগে দারুল ফুনুন নামের এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি আয়ত্ত্ব করা ছিল এ বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্য। এ বিশ্ববিদ্যালয়ে প্রথম দিকে পদাতিক বাহিনী, ঘোড়-সওয়ার বাহিনী ও অন্যান্য সামরিক বিষয়সহ, চিকিৎসা ও অস্ত্রপচার, খনিজ বিদ্যা এবং ফার্মেসী বিষয়ে পড়ানো হত। দারুল ফুনুন থেকে পাশ করা ছাত্রদের অনেকেই ইরানের উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা হতেন। পরে দারুল ফুনুন বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা ও সামরিক বিভাগগুলো আলাদা করা হয় এবং নতুন শিক্ষা ব্যবস্থার আওতায় একে পরিণত করা হয় একটি কলেজে। আমীর কবিরের অমর কীর্তি দারুল ফুনুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ইরানের শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে এক যুগান্তরকারী ঘটনা।
১৯৭৪ সালের এ দিনে তুর্কী এয়ারলাইন্সের এক বিমান দূর্ঘটনায় ৩৭৪ জন যাত্রী প্রাণ হারান।
১৯৭৮ সালের এ দিনে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম শামসুদ্দিন ইন্তেকাল করেন।
১৯৯১ সালের এ দিনে বাংলাদেশের বিশিষ্ট ভাষা সৈনিক প্রিন্সিপাল আবুল কাশেম মারা যান।

চতুর্থ শিখ গুরু রামদাসের মৃত্যু (১৫৮১)
দাক্ষিণাত্যের শিবিরে আওরঙ্গজেবের মৃত্যু (১৭০৭)
টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহামবেলের জন্ম (১৮৪৭)
যুদ্ধ অবসানের পর রুশ-তুর্কি শান্তি চুক্তি স্বাক্ষর (১৮৭৮)
তুরস্কের জাতীয় পরিষদ কর্তৃক ৬৪৩ বছরের প্রচলিত খেলাফত প্রথা বিলুপ্ত ঘোষণা (১৯২৪)
শহীদ সোহরাওয়াদীর বড় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ শিল্পকলা বিশারদ শাহেদ সোহরাওয়াদীর মৃত্যু (১৯৬৫)
ঢাকায় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণাপত্র প্রচার (১৯৭১)
তুর্কি ডিসি-১০ বিমান বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন নিহত (১৯৭৪)
বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ জাতীয়তাবাদ প্রবর্তন (১৯৭৬)
বাংলাদেশে ৪র্থ (এক তরফা) সংসদ নির্বাচন অনুষ্ঠিত (১৯৮৮)
বিশিষ্ট ভাষা সৈনিক প্রিন্সিপাল আবুল কাশেমের মৃত্যু (১৯৯১)

বাংলাদেশ সময়: ১২:৩৯:৫৬   ১৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ