
ঢাকা, ১৫ মার্চ, ২০১৯(নিউজটুনারায়ণগঞ্জ): বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী,এমপি’র সাথে মরক্কোর ডিপ্লোমেটিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মি. আবদেলাতি হাবেক বৃহস্পতিবার মরক্কোর রাবাতে বাংলাদেশ হাউজে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তাঁরা সংসদীয় কার্যক্রম, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বি পাক্ষিক ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন বলেন, মরক্কোর সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। ব্যবসা বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
মরক্কোর ডিপ্লোমেটিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মি. আবদেলাতি হাবেক বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের এবং বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন। তৃতীয়বারের মতো স্পীকার নির্বাচিত হওয়ায় তিনি স্পীকারকে অভিনন্দন জানান।
এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, এস এম শাহজাদা এমপি, সৈয়দা জাকিয়া নূর এমপি, মাসুদ উদ্দিন চৌধুরী এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান
বাংলাদেশ সময়: ১৮:৪২:৫৪ ২৫২ বার পঠিত