
নিউজটুনারায়ণগঞ্জঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী,এমপি’র সাথে মরক্কোর ডিপ্লোমেটিক ফাউন্ডেশনের কিং হাসান শুক্রবার মরক্কোর রাবাতে বাংলাদেশ হাউজে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তাঁরা দু-দেশের সংসদীয় গণতন্ত্র, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং দ্বি পাক্ষিক বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন মরক্কোর সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে বলেন,ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ রয়েছে। সারাদেশে সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে। তিনি এ সকল অর্থনৈতিক অঞ্চলে মরক্কোর ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান।
মরক্কোর ডিপ্লোমেটিক ফাউন্ডেশনের কিং হাসান বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং বাণিজ্য প্রসারে মরক্কোর ব্যবসায়ীগণ বাংলাদেশে বিনিয়োগ করবেন মর্মে স্পীকারকে অবহিত করেন।
তৃতীয়বারের মতো স্পীকার নির্বাচিত হওয়ায় তিনি স্পীকারকে অভিনন্দন জানান।
এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সৈয়দা জাকিয়া নূর এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩:১৬:১৭ ২৭৭ বার পঠিত