নিউজিল্যান্ডের একটি শীর্ষ স্কুলে হিজাব নিষিদ্ধ

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিউজিল্যান্ডের একটি শীর্ষ স্কুলে হিজাব নিষিদ্ধ
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯



---

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডের একটি বিখ্যাত প্রাইভেট স্কুল হিজাব নিষিদ্ধ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। প্রতিষ্ঠানটি বলছে, তাদের ইউনিফর্মের সঙ্গে হিজাব যায় না।-খবর নিউজিল্যান্ড হেরাল্ডের

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ বর্ণবাদী জঙ্গির এলোপাতাড়ি গুলিতে অর্ধশত মুসল্লি নিহত হওয়ার পর এক সপ্তাহও পার হয়নি। এর মধ্যে ডাইওসিসান নামের ওই গার্লস স্কুলটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

স্কুলে হিজাব নিষিদ্ধকরণের এই সিদ্ধান্ত নিউজিল্যান্ডের সংবিধানে ঘোষিত ব্যক্তিস্বাধীনতা ও মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

রেডিও নিউজিল্যান্ডের সাবেক প্রতিবেদক মোহামেদ হাসান তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে বৃহস্পতিবার লিখেছেন, ডেসাইল ১০ প্রটেস্ট্যান্ট স্কুলের শিক্ষকরা গতকাল বলেছেন, ইসলামিক পোশাক স্কুলের নিয়ম লঙ্ঘন করছে।

নিউজিল্যান্ড হেরাল্ডকে দেয়া এক বিবৃতিতে স্কুলের অধ্যক্ষ হিদার এমরেই বলেন, সাংস্কৃতিক বৈচিত্র ও সবাইকে নিয়ে একীভূত সমাজকে ডাইওসিসান স্কুল সম্মান করে। স্কুলের ইউনিফর্ম নীতি পরিবার ও এককত্বের বোধ থেকেই প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, ক্রাইস্টচার্চ হামলায় সংহতি জানিয়ে আগামীকাল শিক্ষার্থীরা হিজাব পরে আসলে তিনি তাদের স্বাগত জানাবেন। ক্রাইস্টচার্চের ঘটনায় ডাইওসিসান সম্প্রদায় বিপর্যন্ত।

অকল্যান্ডের ধনাঢ্য শহরতলীতে প্রটেস্ট্যান্ড স্কুলটির অবস্থান। এটি ১৯০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। দেশটির শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডাইওসিসান অন্যতম।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, এমন সময়ে এই ঘোষণা আসায় তিনি যার পরনাই বিস্মীত। কারণ সপ্তাহখানেকেরও কম সময় আগে দেশটির ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য প্রাণঘাতী হামলাটি ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৩১   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ