
দিল্লী, ২৭ মার্চ, ২০১৯(নিউজটুনারায়ণগঞ্জ): বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দিল্লীতে বাংলাদেশ হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীসহ বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় স্পীকার কেক কেটে ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: আব্দুস শহীদ এমপি, সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: রুস্তম আলী ফরাজী এমপি, সাগুফতা ইয়াছমিন এমপি, আনোয়ারুল আবেদীন খান এমপি এবং আহসানুল ইসলাম (টিটু) এমপি অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৪:০২:০৭ ২৪২ বার পঠিত