
২৪ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ৫০০ আসনের মধ্যে ৩৫০ আসনের ফলাফল ঘোষণা করেছে থাইল্যান্ডের নির্বাচন কমিশন। কিন্তু এতে বিরোধী দল এগিয়ে থাকায় বাকি আসনের ফলাফল ৯ মে পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে কমিশন। এত দীর্ঘ সময়ের জন্য ফলাফল স্থগিতের কোন কারণও দেখানো হয়নি। এএফপি, ব্যাংকক পোস্ট।
ঘোষিত ৩৫০ আসনের ফলাফলে বর্তমানে দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সমর্থিত পিউ থাই পার্টি ১৩৭টি আসন পেয়েছে। অন্যদিকে, ক্ষমতাসানীন সেনা সমর্থিত পালং প্রচারথ পার্টি পেয়েছে ৯৭ আসন।
সোমবার নিউইয়র্ক টাইমসে লেখা এক প্রবন্ধে নির্বাচনে বড় আকারে অনিয়মের অভিযোগ তুলেছেন থাকসিন। থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন জান্তা সরকার কারচুপি করছে বলে অভিযোগ তার। ঘুষ দিয়ে সেনাবাহিনী ভোট কিনেছে বলেও উল্লেখ করেছেন তিনি।
নির্বাচনে ব্যাপক অনিয়মের কথা জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা আনফ্রেল। ভোটগ্রহণের পর বুথ ফেরত ফলাফলেও থাকসিন সিনাওয়াত্রার পিউ থাই পার্টি (পিটিপি) এগিয়ে ছিল।
পরে নির্বাচন কমিশন (ইসি) জানায়, ফলাফল ঘোষণা করতে কয়েক সপ্তাহ লেগে যাবে। কিন্তু কি কারণে বিলম্ব হবে তার কিছুই জানায়নি ইসি।
এদিকে, জোট সরকার গঠন করার প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে, পিউ থাই পার্টি ও ক্ষমতাসানীন সেনা সমর্থিত পালং প্রচারথ পার্টি উভয়ই। পিউ পার্টি সাত দলীয় কোয়ালিশনও ঘোষণা করেছে। তবে থাইল্যান্ডের ডেপুটি প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচনের পূর্ণ ফলাফল ঘোষণার আগে জোট গঠন কেবল কথার কথা।
বাংলাদেশ সময়: ১৭:৫৫:১১ ১৮১ বার পঠিত