
ভেনিজুয়েলা আন্তর্জাতিক ত্রাণ সহায়তা নেয়ার জন্য প্রস্তুত। মঙ্গলবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ কথা বলেন। দেশটির রাজধানী কারাকাসে সংস্থা রেড ক্রসের প্রধানের সঙ্গে বৈঠকের পর মাদুরো এ ঘোষণা দেন।
এর আগে মাদুরো সকল ধরনের আন্তর্জাতিক ত্রান সহায়তা না নেয়ার ঘোষণা দেন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টের পাঠানো ত্রাণ সীমান্তে আটকে দেন মাদুরো।
মাদুরো এক টুইটে বলেন, আন্তর্জাতিক সহায়তা ও সাহায্য নিতে আমরা যে প্রস্তুত তা নিশ্চিত করেছি।
অন্যদিকে এএফপি’র খবরে বলা হয়েছে, ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ এবং ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোর প্রতিনিধি সমস্যা জর্জরিত ভেনিজুয়েলা থেকে পালিয়ে যাওয়া লাখ লাখ অভিবাসীর ব্যয় নির্বাহ করতে মঙ্গলবার আরো আন্তর্জাতিক তহবিল চেয়েছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রায় ২৭ লাখ লোক ভেনিজুয়েলা থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।
সংস্থাটি জানায়, প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিশেষ করে কলম্বিয়াকে এ সংক্রান্ত অধিকাংশ চাপ বহন করতে হচ্ছে। ২০১৮ সালে প্রতিদিন গড়ে ৫ হাজার লোক ভেনিজুয়েলা থেকে পালিয়ে যায়।
অর্থনৈতিক সংকটের কারণে ভেনিজুয়েলার নাগরিকরা দেশ ছেড়ে পালাচ্ছে। এর পাশাপাশি দেশটিতে রয়েছে ব্যাপক মুদ্রাস্ফীতি এবং খাদ্য ও ঔষধসহ প্রয়োজনীয় মৌলিক জিনিসের ঘাটতি।
বাংলাদেশ সময়: ১৪:৫২:৩৬ ১৬১ বার পঠিত