আন্তর্জাতিক ত্রাণ নিতে আমরা প্রস্তুত - মাদুরো

প্রথম পাতা » আন্তর্জাতিক » আন্তর্জাতিক ত্রাণ নিতে আমরা প্রস্তুত - মাদুরো
বুধবার, ১০ এপ্রিল ২০১৯



---

ভেনিজুয়েলা আন্তর্জাতিক ত্রাণ সহায়তা নেয়ার জন্য প্রস্তুত। মঙ্গলবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ কথা বলেন। দেশটির রাজধানী কারাকাসে সংস্থা রেড ক্রসের প্রধানের সঙ্গে বৈঠকের পর মাদুরো এ ঘোষণা দেন।

এর আগে মাদুরো সকল ধরনের আন্তর্জাতিক ত্রান সহায়তা না নেয়ার ঘোষণা দেন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টের পাঠানো ত্রাণ সীমান্তে আটকে দেন মাদুরো।

মাদুরো এক টুইটে বলেন, আন্তর্জাতিক সহায়তা ও সাহায্য নিতে আমরা যে প্রস্তুত তা নিশ্চিত করেছি।

অন্যদিকে এএফপি’র খবরে বলা হয়েছে, ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ এবং ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোর প্রতিনিধি সমস্যা জর্জরিত ভেনিজুয়েলা থেকে পালিয়ে যাওয়া লাখ লাখ অভিবাসীর ব্যয় নির্বাহ করতে মঙ্গলবার আরো আন্তর্জাতিক তহবিল চেয়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রায় ২৭ লাখ লোক ভেনিজুয়েলা থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।

সংস্থাটি জানায়, প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিশেষ করে কলম্বিয়াকে এ সংক্রান্ত অধিকাংশ চাপ বহন করতে হচ্ছে। ২০১৮ সালে প্রতিদিন গড়ে ৫ হাজার লোক ভেনিজুয়েলা থেকে পালিয়ে যায়।

অর্থনৈতিক সংকটের কারণে ভেনিজুয়েলার নাগরিকরা দেশ ছেড়ে পালাচ্ছে। এর পাশাপাশি দেশটিতে রয়েছে ব্যাপক মুদ্রাস্ফীতি এবং খাদ্য ও ঔষধসহ প্রয়োজনীয় মৌলিক জিনিসের ঘাটতি।

বাংলাদেশ সময়: ১৪:৫২:৩৬   ১৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ