
নিউজটুনারায়ণগঞ্জঃ বাড়ি ভাড়া নিয়ে দেশের শহরগুলোয় রীতিমতো নৈরাজ্য চলছে । সবচেয়ে বেশি নৈরাজ্য চলছে রাজধানীতে । বাড়ির মালিকরা বছরের শুরুতেই কারন ছাড়াই ভাড়া বাড়িয়ে দেন । ভাড়াটিয়ারা কোন কারনে মাসিক ভাড়া পরিশোধ করিতে না পারিলে বাড়ি ভাড়া জমে গেলে বাড়িওয়ালারা তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে ভাড়াটিয়াকে মানহানিকর ঘটনা করে থাকেন । কষ্ট হলেও ভাড়াটিয়ারা মুখ বুঝে সহ্য করে যান । বাড়ির মালিকদের এ অন্যায় দেখার যেন কেঊ নেই । তবে বাড়ি ভাড়া নিয়ে নৈরাজ্য ঠেকাতে পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর । ভুক্তভোগী ভাড়াটিয়ারা বাড়ির মালিকদের অন্যায় কাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন । অযৌক্তিকভাবে ভাড়া বাড়ানো হলে কঠোর শাস্তির আওতায় আনা হবে বাড়িওয়ালা সহ সংশ্লিষ্টদের । সম্প্রতি ভোক্তা অধিকার আইন-২০০৯ সংশোধন করে ভোক্তা অধিকার আইন -২০১৮ নামে একটি খসড়া তৈরি করেছে অধিদপ্তর । সেই খসড়া পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে
বাংলাদেশ সময়: ১৪:৫২:০২ ২৪৮ বার পঠিত