
ইস্টারের প্রার্থনার মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ। সিরিয়াল ব্লাস্টে প্রায় ১০০ জনের মৃত্যুর খবর আসছে। আর এই খবরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই ঘটনার কিছুক্ষণ পরই ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, এই খবরে তিনি স্তম্ভিত। লিখেছেন, ‘কোনও হিংসার ঘটনাই অভিপ্রেত নয়। ইস্টার শান্তির উৎসব। আক্রান্তদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
অন্যদিকে এই ঘটনার পরই পুরো বিষয়ে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ট্যুইট করে সেকথা জানিয়েছেন তিনি।
রবিবার সকালে পর পর ছ’টি বিস্ফোরণ হয় শ্রীলঙ্কায়৷ ইস্টারের প্রার্থনা চলাকালীন হামলা হয়৷ কলম্বোর তিনটি গীর্জা এবং ৩টি হোটেলে এই বিস্ফোরণ হয় বলে জানা যায়৷ আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় জনগণের মধ্যে৷ এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১০০। আহত অন্তত তিন শতাধিক।
কলম্বোর কচ্ছিকাড়ের সেন্ট অ্যান্থোনি চার্চে একটি বিস্ফোরণ ঘটে৷ কাতানার কাটুয়াপিটিয়ার একটি চার্চে আরও একটি বিস্ফোরণ হয়৷ সাংরিলা হোটেল এবং কিংসবারি হোটেলে বিস্ফোরণ হয় বলে পুলিশ জানিয়েছে৷
ইতিমধ্যেই বিস্ফোরণের বিভিন্ন ছবি উঠে এসেছে ট্যুইটার এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে৷ তবে কে বা কারা এই বিস্ফোরণের পিছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয়৷
কারা এই হামলা ঘটিয়েছে তা স্পষ্ট নয়।
বাংলাদেশ সময়: ১৬:৩০:০৮ ১৯২ বার পঠিত