বিস্ফোরণে মৃত অর্ধশতাধিক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতার

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিস্ফোরণে মৃত অর্ধশতাধিক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতার
রবিবার, ২১ এপ্রিল ২০১৯



---

ইস্টারের প্রার্থনার মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ। সির‍িয়াল ব্লাস্টে প্রায় ১০০ জনের মৃত্যুর খবর আসছে। আর এই খবরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই ঘটনার কিছুক্ষণ পরই ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, এই খবরে তিনি স্তম্ভিত। লিখেছেন, ‘কোনও হিংসার ঘটনাই অভিপ্রেত নয়। ইস্টার শান্তির উৎসব। আক্রান্তদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

অন্যদিকে এই ঘটনার পরই পুরো বিষয়ে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ট্যুইট করে সেকথা জানিয়েছেন তিনি।

রবিবার সকালে পর পর ছ’টি বিস্ফোরণ হয় শ্রীলঙ্কায়৷ ইস্টারের প্রার্থনা চলাকালীন হামলা হয়৷ কলম্বোর তিনটি গীর্জা এবং ৩টি হোটেলে এই বিস্ফোরণ হয় বলে জানা যায়৷ আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় জনগণের মধ্যে৷ এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১০০। আহত অন্তত তিন শতাধিক।

কলম্বোর কচ্ছিকাড়ের সেন্ট অ্যান্থোনি চার্চে একটি বিস্ফোরণ ঘটে৷ কাতানার কাটুয়াপিটিয়ার একটি চার্চে আরও একটি বিস্ফোরণ হয়৷ সাংরিলা হোটেল এবং কিংসবারি হোটেলে বিস্ফোরণ হয় বলে পুলিশ জানিয়েছে৷

ইতিমধ্যেই বিস্ফোরণের বিভিন্ন ছবি উঠে এসেছে ট্যুইটার এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে৷ তবে কে বা কারা এই বিস্ফোরণের পিছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয়৷

কারা এই হামলা ঘটিয়েছে তা স্পষ্ট নয়।

বাংলাদেশ সময়: ১৬:৩০:০৮   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ