জম্মু ও কাশ্মীরের ২০০ কিলোমিটার সীমান্তজুড়ে অপারেশন অ্যালার্ট শুরু করল বিএসএফ। গত কয়েকদিন ধরে পাক মদতপুষ্ট জঙ্গি ও পাক রেঞ্জারদের হানাদারি বেড়ে যাওয়াতেই এই অপারেশনে নেমেছে সীমান্ত সুরক্ষা বাহিনী। বিএসএফের জম্মু ফ্রন্টিয়ারের আইজি রাম অবতার বলেন. আমাদের কাছে নির্দিশ্টভাবে খবর আছে, সীমান্তে জঙ্গিরা হানাদারির চেষ্টা করছে। সেইমতো অপারেশন অ্যালার্ট শুরু করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবারই পাক রেঞ্জার্স-এর গুলিতে মারা যান বিএসএফ-এর হেড কনস্টেবল রাধাপদ হাজরা। বাহিনীর পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি, পুলিশের জম্মু অঞ্চলের আইজি সহ বিএসএফের পদস্থ কর্তারা। আইজি বলেন, বিএসএফ মনোবল ভাঙা যাবে না। উল্লেখ্য হেড কনস্টেবল মারা যাওয়ার পরই বিএসএফ সীমান্ত পেরিয়ে পালটা আঘাত হেনে ১২ জন পাক রেঞ্জারকে খতম করে দেয়।
বাংলাদেশ সময়: ১৪:২৯:১০ ৬৮৭ বার পঠিত