নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাঠানো উকিল নোটিসের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সময়মতোই উকিল নোটিসের জবাব দেব।
শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী একথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান ও স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। ১৫ ফেব্রুয়ারি জনগণের ভোট চুরি করে খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনীদের সংসদে বসিয়েছিলেন।
তিনি বলেন, জিয়া বহুদলীয় গণতন্ত্র নয়, রাজাকারদের পুনঃপ্রতিষ্ঠা করেছেন। বিএনপির জন্মই অবৈধভাবে। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।
প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ভোটারবিহীন ছিলনা। ভোটারবিহীন নির্বাচন করেছিলো এরশাদ ও খালেদা জিয়া। ৫ জানুয়ারি বহু বাধার মধ্যেও জনগণ ভোট দিয়েছে। জনগন ভোট দেয়ায় আওয়মীলীগ চার বছর পার করেছে।
বাংলাদেশ সময়: ২২:০৯:২৮ ৫৫৯ বার পঠিত