
বুধবার আংশিক চন্দ্রগ্রহণ হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ৩টা ৪২ মিনিট ১২ সেকেন্ড বিএসটিতে গ্রহণটি শুরু হয়ে ৬টা ১৯ মিনিট ২৪ সেকেন্ড বিএসটিতে শেষ হবে। ওই দিন ৩টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড বিএসটিতে সর্বোচ্চ গ্রহণ হবে।
গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ০.৬৫৮। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে। গ্রহণটি ভারত মহাসাগরে মরিশাসের পূর্ব দিক হতে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে সেন্ট হেলেনা অ্যাসেনশিওন ও ত্রিস্তান দ্যা কুনহা দক্ষিণ-পশ্চিম দিক পর্যন্ত দেখা যাবে।
বাংলাদেশ সময়: ১৭:২৫:৩৭ ১৬৫ বার পঠিত