গোপালগঞ্জে বাস উল্টে নিহত বেড়ে ৬

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে বাস উল্টে নিহত বেড়ে ৬
মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯



---

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়কে বাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাস যাত্রীরা হলেন- নড়াইলের নড়াগাতী উপজেলার ডুমুরিয়া গ্রামের গফ্ফার মোল্লা (৭০), কিবরিয়া মোল্যা (৫০), চাঁনমিয়া (৩২), আসলাম শেখ কালা (৩৫), রাব্বি খান (২২) ও যোগানিয়া গ্রামের লোকমান মিয়া (৬০)।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ব্যাসপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাস কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ওপর উল্টে পড়ে।

এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। আহত হন অন্তত ২০ জন। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ফরিদপুরে নেয়ার পথে রাব্বি খাঁ এবং হাসপাতালে আসলাম শেখ কালার মৃত্যু হয়।

নিহতরা বাসের ছাদে করে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় পাট কাটতে যাচ্ছিলেন। তারা দিনমজুরের কাজ করতেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২:৫০:১৫   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


বঙ্গবন্ধু সমাধিতে পানি সম্পদ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ এসপির শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে গণপূর্ত বিভাগের নব নিযুক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা
বিজয় দিবস‍ উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি
বিরোধ নিষ্পত্তিতে নগর আদালত প্রতিষ্ঠায় গুরুত্বারোপ
গোপালগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য নিহত
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্যসচিব
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে: মৃত্যু বেড়ে ৪
সরকারি প্রণোদনা পেয়ে দেশের গার্মেন্টস সেক্টর ঘুরে দাঁড়িয়েছে - বস্ত্র ও পাট মন্ত্রী

আর্কাইভ