
যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনাসভা করা হয়েছে।
৩ আগস্ট যুক্তরাজ্যের কেন্দ্রস্থল ওয়েস্টমিনস্টার এলাকার বিখ্যাত একটি হলে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক আব্দুল গাফ্ফার চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাজেদুল কবির ফারুক। এসময় আরও উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মজিবর রহমান যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক নইম রিয়াজ, আনোয়ার জামান চৌধুরী, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, মহিলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক রিনা কবির, ইতালি আনকোনা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসাইন, মিলান আওয়ামী লীগের লিপি আলম, ভেনিস যুবলীগের সাধারণ সম্পাদক সজীব মুন্সি। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেত্রীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রব মিন্টু জানান, মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহর রহমতে সম্পুর্ণ সুস্থ আছেন। প্রবাসী নেতাকর্মীদের দেয়া গণসংবর্ধনায় দেশের সার্বিক পরিস্থিতি এবং শোকাবহ আগস্ট মাস উপলক্ষে প্রায় এক ঘন্টা তিনি বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৩:০১:৩৪ ১১৯ বার পঠিত