ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » অন্যান্য » ইতিহাসের এই দিনে
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮



---আজ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮ সাল

(বাকশাল গঠন)
বহুল আলোচিত সমালোচিত বাকশাল গঠিত হয় এ দিনে। ১৯৭৫’র এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি পুনঃপ্রবর্তন করেন। সেই সঙ্গে দেশের সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে গঠিত হয় বাকশাল ।

হামাসের প্রথম নির্বাচনে অংশ গ্রহণ
২০০৬ সালের এ দিনে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাস প্রথম বারের মতো ফিলিস্তিনের স্ব-শাসন কর্তৃপক্ষের নির্বাচনে অংশ গ্রহণ করে এবং ঐতিহাসিক বিজয় অর্জন করে। বিদেশী পর্যবেক্ষকরা এ নির্বাচনের সময় অধিকৃত ফিলিস্তিনে উপস্থিত ছিলেন। পাশ্চাত্যের কোনো কোনো দেশের এবং ইহুদিবাদী সংবাদ মাধ্যমের ব্যাপক বিরূপ প্রচারণা সত্বেও স্ব-শাসন কর্তৃপক্ষের সংসদের ১৩২টি আসনের মধ্যে হামাস ৭৬টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে সক্ষম হয়। হামাস নেতা ইসমাইল হানিয়া প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং তিনি পিএলও কে নিয়ে ঐক্যমত্যের সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের কোনো কোনো দেশ এবং ইসরাইল হামাসের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে থাকে। তারা ইসরাইলকে স্বীকৃতি দেয়ার জন্য হামাসের উপর অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক চাপ প্রয়োগ করতে থাকে। একই সাথে হামাস তাদের বৈরী প্রচারণার শিকারে পরিণত হয়। ইসরাইল ২০০৮ সালের শেষের দিকে গাজা উপত্যাকায় সর্বাত্মক আগ্রাসন শুরু করলে হামাস সহ ফিলিস্তিনি যোদ্ধাদের অকল্পনীয় প্রতিরোধের মুখে পড়ে।

লেখক সমারসেট মমর জন্ম
১৮৭৪ সালের এ দিনে বিখ্যাত ইংরেজ লেখক সমারসেট মম প্যারিসে জন্মগ্রহণ করেছিলেন। তিনি পরবর্তীতে লন্ডনে চিকিৎসা শাস্ত্রের উপর অধ্যায়ন করেছেন। তার রচিত অফ হিউম্যান বন্ডেজ নামক আংশিক আত্ম-জৈবনিক উপন্যাস প্রকাশিত হয় ১৯১৫ সালে। অনেক সাহিত্য সমালোচক এই বইকে মমের সেরা কর্ম হিসেবে মনে করেন। ২০ শতকের বাস্তবভিত্তিক অন্যতম সেরা গ্রস্থ হিসেবে অফ হিউম্যান বন্ডেজকে বিবেচনা করা হয়। ফরাসি চিত্রকর পল গ্যগেঁর জীবন ভিত্তিক তার অপর বইয়ের নাম মুন এন্ড দ্যা সিক্সপেন্স। এই বইতে একজন চিত্রকরের সাথে প্রচলিত সমাজের দ্বন্ধের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। এই বইটি প্রকাশিত হয়েছিলো ১৯১৯ সালে। ১৯২৫ সালে প্রকাশিত হয় দ্যা পেইন্টেড ভেইল। ১৯৬৫ সালে এই খ্যাতিমান ইংরেজ লেখক পরলোকগমন করেন।

বিখ্যাত সাহিত্যিক এবং প্রাচ্যবিদ এডওয়ার্ড ব্রাউন পরলোকগমন
১৯২৬ সালের এ দিনে ইংরেজ বিখ্যাত সাহিত্যিক এবং প্রাচ্যবিদ এডওয়ার্ড ব্রাউন পরলোকগমন করেন। তার জন্ম হয়েছিলো ১৮২৬ সালে। এডওয়ার্ড ব্রাউন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রাচ্য ভাষা বিষয়ক অধ্যাপক ছিলেন। তিনি তুর্কি, আরবি এবং ফার্সি ভাষা খুবই ভাল ভাবে রপ্ত করেছিলেন। তবে তার বেশির ভাগ রচনাই ইরানের সাহিত্য এবং ইতিহাস কেন্দ্রিক। সাহিত্য,ইতিহাস এবং সামাজিক পরিস্থিতি নিয়ে গবেষণা করার জন্য তিনি ইরানে আগমন করেছিলেন। ১৮৯৩ সালে তার লিখিত এ ইয়ার এ্যামং দ্যা পারসিয়ান প্রকাশিত হয়। তবে সে সময় বইটি তেমন কোনো সাড়া না জাগালেও ১৯২৬ সালে তার পরলোক গমনের পর বইটি অনবদ্য ভ্রমণ কাহিনী হিসেবে বিবেচিত হতে থাকে। এ ছাড়া তার লেখা এ লিটারারি হিস্টরি অব পার্সিয়ার প্রথম খন্ড ১৯০২ সালে প্রকাশিত হয়।

আব্বাসীয় খলিফাদের বাগদাদ দখল
৬৫৬ হিজরীর ২৮ শে মহররম মাসে অর্থাৎ এ দিনে হালাকু খান আব্বাসীয় খলিফাদের রাজধানী বাগদাদ দখল করে নেয়। আব্বাসীয় বংশের শেষ খলিফা মুতাসীম নিহত হয়। আর এ ভাবে আব্বাসীয় বংশের পাঁচশ বছরের রাজত্বের অবসান ঘটে। হালাকু খানের বাহিনী ইরানের অংশ বিশেষ দখল করে সেখানে গণহত্যাসহ নানা অপরাধ তৎপরতা চালানোর পর বাগদাদে হামলা করেছিলো। চেঙ্গিস খানের নাতি হালাকু খানের নেতৃত্বাধীন তাতার বাহিনী সমগ্র বাগদাদকে ধ্বংস্তুপে পরিণত করেছিলো। তৎকালীন শিক্ষার অন্যতম কেন্দ্রস্থল বাগদাদের বিখ্যাত গ্রন্থাগারকে ভস্মীভূত করা হয়েছিলো। বাগদাদের বাইরে তারা মানুষের মাথা দিয়ে পিরামিড বানিয়েছিলো।

কুষ্ঠ রোগের জীবাণু আবিষ্কার
১৮৭১ সালের এ দিনে জার্মানির চিকিৎসক হানসেন কুষ্ঠ রোগের জীবাণু আবিষ্কার করেন। পৃথিবীর প্রাচীনতম রোগগুলোর অন্যতম কুষ্ঠ কেনো হতো সে ব্যাপারে মানুষের মধ্যে নানা কুসংস্কার বিরাজ করছে। কুষ্ঠ মাইক্রোব্যাকটেরিয়াম লিপ্রে নামের একটি জীবাণুর কারণে হয়ে থাকে। হানসেন এ রোগের জীবাণু আবিষ্কার করেছেন বলে এ রোগকে হানসেন ডিজিজও বলা হয়। কুষ্ঠ রোগের তেমন সংক্রমক নয়। এই রোগের সুপ্ত অবস্থা দীর্ঘ বলে অনেক সময় এ রোগ নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। কুষ্ঠ রোগীর প্রান্তিক স্নায়ু বিনষ্ট হয়ে যায় বলে ত্বক বা পেশীতে স্পর্শ বোধ থাকে না। তবে চিকিৎসা দ্বারা এ রোগ সারিয়ে তোলা যায় এবং চিকিৎসা একেবারেই ব্যয়বহুল নয়।

সবুর খানের মৃত্যু
আদর্শে বিশ^াসী, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধী আবদুস সবুর খানের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮২ সালের এই দিনে ইহলোক ত্যাগ করেন তিনি। মৃত্যুর পূর্বে স্থাবর-অস্থাবর সম্পত্তি একটি ট্রাষ্টে দান করে গেছেন।
সবুর খানের জন্ম ১৯০৮ সালের ১০ অক্টোবর। ১৯২৯ সালে খুলনা জিলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। ১৯৩৩ সালে কলকাতা সিটি কলেজ থেকে বিএ পাসের পর রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হয়ে ওঠেন। মুসলিম লীগে সরাসরি যোগ দেন ১৯৩৭ সালে। ১৯৩৮-এ বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের যুগা-সম্পাদক হন। ১৯৪৬-এ বঙ্গীয় আইনসভার সদস্য হন খুলনা থেকে। পাকিস্তান সৃষ্টির আন্দোলনে জোরালো ভূমিকা রাখেন। ১৯৪৮-এ হন পূর্ব পাকিস্তান লীগের প্রচার সম্পাদক । ৫৪ তে খুলনায় যুক্তফ্রন্ট প্রার্থীর কাছে পরাজিত হন। ৬২ তে মৌলিক গণতন্ত্র প্রথায় খুলনা থেকে জাতীয় পরিষদ সদস্য হন। ওই বছরেরই জুনে আইয়ুব খানের মন্ত্রীসভার সদস্য (যোগাযোগমন্ত্রি) হন। এ দায়িত্ব পালন করেন দীর্ঘ ৮ বছর। ১৯৬৩র ৫ এপ্রিল পাকিস্তান সুপ্রিম কোর্টের এক আপিল মামলার রায়ে মন্ত্রীদের জাতীয় পরিষদের সদস্যপদ বাতিল ঘোষিত হলে জাতীয় পরিষদের সদস্য পদ হারান। ৬৫’র জুনে দ্বিতীয়বার জাতীয় পরিষদের নেতা হন। ৬৯’র ২৫ মার্চ গণআন্দোলনে আইয়ুব খান সরকারের পতন ঘটলে মন্ত্রিত্ব হারান। ১৯৬৯ থেকে ৭১ পর্যন্ত ছিলেন মুসলিম লীগ কাইয়ুম গ্রুপের সাধারণ সম্পাদক । ৭০’র নির্বাচনে খুলনার দুটি আসনে প্রার্থী হয়ে দুটিতেই পরাজিত হন। বাঙালির স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি । দেশ স্বাধীনের পর ৭২’র ২২ এপ্রিল দালাল আইনে গ্রেফতার হন। বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমার আওতায় ৭৩’র ডিসেম্বরে ছাড়া পান। ৭৬-এ মুসলিম লীগ পুনরুজ্জীবিত হলে এর সভাপতি হন। ৭৯র সংসদ নির্বাচনে খুলনার ৩টি আসনেই জয়ী হন। ৭৯র সংসদে মুসলিম লীগের সংসদীয় দলের নেতা ছিলেন। প্রাণবন্ত বক্তব্যে সবুর খান সংসদ মাত করে দিতেন প্রায়ই। একজন কৃতী ফুটবলারও ছিলেন তিনি। অবিভক্ত বাংলার মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন নামকরা খেলোয়াড় ছিলেন সবুর খান।

বাংলাদেশ সময়: ১১:৪৮:০৮   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অন্যান্য’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
শিল্প-কারখানায় প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে সরকার - শিল্পমন্ত্রী
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
আল কোরআন ও আল হাদিস
সময়াবদ্ধ গৃহীত পরিকল্পনা মাফিক প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিশ্চিত করতে হবে - শিল্পমন্ত্রী
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি

আর্কাইভ