কিশোরগঞ্জে হত্যার দায়ে সাতজনের যাবজ্জীবন

প্রথম পাতা » আইন আদালত » কিশোরগঞ্জে হত্যার দায়ে সাতজনের যাবজ্জীবন
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯



---

কিশোরগঞ্জে একটি হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডিতদের মধ্যে পিতা-পুত্র ছাড়াও তিন সহোদর রয়েছেন। কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ছয় আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একজন পলাতক রয়েছেন।

দণ্ডিত আসামিরা হলেন- অষ্টগ্রাম উপজেলার কাস্তুল-শেখেরহাটি গ্রামের এনায়েত মিয়া ও তার ছেলে কাজল মিয়া এবং তিন সহোদর মঙ্গু মিয়া, জঙ্গু মিয়া ও মঞ্জু মিয়া। এছাড়া অন্য দুই আসামি হলেন-কাকন মিয়া ও দুলু মিয়া। মঞ্জু মিয়া পলাতক রয়েছেন। ছয় আসামির মধ্যে তিনজন জেল হাজতে আটক ছিলেন এবং বাকী তিনজন জামিনে গিয়ে রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

অষ্টগ্রাম উপজেলার কাস্তুল-ভুঁইয়াপাড়া গ্রামের আব্বাস আলীর সঙ্গে আসামিদের জমিসংক্রান্ত ব্যাপারে পূর্ববিরোধ ছিল। ২০০৫ সালের ২৩ জুলাই সকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্বাস আলীর বাড়িতে হামলা চালায় এবং তার দিকে বল্লম ছুঁড়ে মারলে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে মোট ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বিচার চলাকালীন সময়ে আসামি নবাব আলী মিয়া ও পুতুল বেগম নামে দুই আসামি মারা যান।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি সৈয়দ সাজাহান এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাখাল চন্দ্র দে।

বাংলাদেশ সময়: ১৭:২৬:১৮   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ