
পাকিস্তানের ক্যাপিটাল টিভি এক আজব কথা শোনাল। তাদের দাবি, ইমরান খানের বর্তমান স্ত্রী বুশরা বিবির ছবি নাকি আয়নায় দেখা যায় না।
ক্যাপিটাল টিভি নাকি ওই খবর পেয়েছে প্রধানমন্ত্রীর স্টাফদের কাছে থেকে। খবর জি নিউজের।
টিভি চ্যানেলটির দাবি, বিশেষ কিছু আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে বুশরার। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার ছয় মাস আগেই তাকে বিয়ে করেন ইমরান খান। তার আগেই অবশ্য ছাড়াছাড়ি হয়েছিল রেহাম খানের সঙ্গে।
ইমরান খানের স্ত্রী হওয়ার পর থেকেই বুশরাকে ঘিরে বিভিন্ন ধরনের প্রচার হতে থাকে। এর মধ্যে একটি হলো বুশরার কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে।
বিয়ের পর বরাবর তিনি প্রচার এড়িয়েই থেকেছেন। প্রকাশ্যে বের হলেও ক্যামেরায় ধরা দিয়েছেন আপাদমস্তক বোরকায় মুড়ে।
বুশরার বোরকাপরা ছবি নিয়ে সমালোচনাও হয়েছে পাকিস্তানে। সমালোচকদের দাবি, এটি কোনো আধুনিক পাকিস্তানের ছবি হতে পারে না।
এ নিয়ে তার প্রথম টিভি সাক্ষাৎকারে জবাবও দিয়েছিলেন বুশরা। বলেছিলেন, বোরকা দেখে আধুনিকতা বিচার করা যায় না। ব্যক্তিত্বই আসল কথা।
বাংলাদেশ সময়: ১৫:২৬:৩৮ ১২৮ বার পঠিত