সিরিয়া থেকে এক হাজার মার্কিন সৈন্য প্রত্যাহার

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিরিয়া থেকে এক হাজার মার্কিন সৈন্য প্রত্যাহার
সোমবার, ১৪ অক্টোবর ২০১৯



---

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উত্তরাঞ্চল থেকে সর্বোচ্চ এক হাজার সৈন্য প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দিয়েছেন। কুর্দি বাহিনীর ওপর তুরস্ক হামলা জোরদার করার প্রেক্ষপটে তিনি এমন নির্দেশ দেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

তুরস্ক ফের সিরিয়াকে প্রত্যাশার চেয়ে বেশি চাপের মুখে রাখছে এমন কথা জানার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক ইস্পার।

পরে কুর্দিরা জানায়, তারা তুরস্ক অভিযানের জন্য সীমান্তবর্তী এলাকায় সিরীয় সৈন্য মোতায়েনের ব্যাপারে দামেস্ক সরকারের সাথে একটি চুক্তি করেছে।ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে কুর্দিদের সাথে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব রয়েছে।
ইস্পার সিবিসি’র ‘ফেস দ্য ন্যাশান’ অনুষ্ঠানে বলেন, ‘অগ্রসরমান দুই বিরোধী পক্ষের মাঝখানে আমাদের আমেরিকান সৈন্য বন্দি হওয়ার আশঙ্কা রয়েছে এবং এটি অত্যন্ত অসহনীয় একটি পরিস্থিতি। জাতীয় নিরাপত্তা বিভাগের সাথে আলোচনার পর গত রাতে আমি প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। এক্ষেত্রে তিনি ভেবে-চিন্তে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারের নির্দেশ দেন।’

ইস্পার যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির পরিবর্তনের কারণে সৈন্য প্রত্যাহার করে নেয়ার সময়সীমা জানাতে অপারগতা জানান। তবে তিনি বলেন, চিন্তা-ভাবনা করে ‘অত্যন্ত নিরাপদে’ তাদেরকে সরিয়ে নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:১৩   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ