পাকিস্তানের জলরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হল ৪৭ জন ভারতীয় মৎস্যজীবী৷ পাক জলসীমার মধ্যে ঢুকে পড়ার অপরাধে তাদের গ্রেফতার করা হয়৷
পাকিস্তান মেরিটাইম সিকিওরিটি এজেন্সি(পিএমএসএ) তরফ থেকে জানানো হয়েছে, শনিবার ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়, ন’টি নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে৷ পাক জলসীমার মধ্যে ঢুকে মাছ ধরার অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পিএমএসএ-র মুখপাত্র৷
ধৃত মৎস্যজীবীদের বন্দর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ এদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে৷ তদন্ত চালানো হবে বলে খবর৷ প্রসঙ্গত, জানুয়ারির ১৯ তারিখ এই একই কারণে ১৭ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে পাকিস্তান৷ তিনটি নৌকা বাজেয়াপ্ত করা হয়৷
বাংলাদেশ সময়: ১৩:১৭:১১ ৩১৫ বার পঠিত