জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবশ্যই সংস্কার আনতে হবে: এরদোগান

প্রথম পাতা » আন্তর্জাতিক » জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবশ্যই সংস্কার আনতে হবে: এরদোগান
শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯



---

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবশ্যই সংস্কার আনতে হবে। সেখানে কেবল পাঁচ স্থায়ী সদস্যের ইচ্ছারই প্রতিফলন ঘটছে।

জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৪তম বার্ষিকী উপলক্ষ্যে এই বার্তাটিই সামনে নিয়ে আসতে চাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট।

নিজের বার্তায় তিনি আরও বলেন, জাতিসংঘকে অবশ্যই আরও স্বচ্ছ, কার্যকর, দক্ষ, স্পষ্ট ও অবাধ হতে হবে।

১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর করা হয়েছে। এ দিনটিকে জাতিসংঘ দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।

দিনটিতে সরকারি ছুট পালন করতে সদস্য দেশগুলোকে সুপারিশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে সব দেশরই প্রতিনিধিত্ব সমানভাবে জোরদার করতে হবে বলেও দাবি করেন এরদোগান।

তিনি বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় তুরস্ক শান্তিরক্ষী অভিযান, সন্ত্রাসবিরোধী, মানবিক ও উন্নয়ন সহায়তাসহ বিভিন্ন তৎপরতায় অংশ নিয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে ইস্তানবুলকে জাতিসংঘের কেন্দ্রে নিয়ে যাওয়া।

জাতিসংঘের বিভিন্ন সংস্থার একটি আঞ্চলিক কেন্দ্র ইস্তানবুল জানিয়ে তুর্কি নেতা বলেন, সে অনুসারে যুক্তরাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এছাড়া জাতিসংঘের অধীন শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করা চেষ্টা করা প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই।

বাংলাদেশ সময়: ১৬:১০:৫৭   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ