
সংখ্যাগরিষ্ঠতার অভাবে ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন চেয়ে প্রস্তাবটি পার্লামেন্টে পাস করতে পারেননি বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার আনিত প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২৯৯টি। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন ৭০ জন এমপি। ভোটদান থেকে বিরত ছিলেন ২৭২ জন ।
সোমবার (২৮ অক্টোবর) হাউজ অব কমন্সের সামনে প্রস্তাবটি উত্থাপন করা হয়। ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন আয়োজন করতে হলে মঙ্গলবার (২৯ অক্টোবর) আবারও প্রস্তাবটি হাউজ অব কমন্সের সামনে উত্থাপন করতে হবে। দুই তৃতীয়াংশ এমপি যদি এই প্রস্তাবের পক্ষে ভোট দেন তাহলে নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
সংবাদ মাধ্যমটি জানায়, এখন আগাম নির্বাচনের প্রস্তাবটি পার্লামেন্টে পাস করাতে হলে বৃটিশ প্রধানমন্ত্রীকে অবশ্যই বিরোধীদের রাজি করাতে হবে। বিশেষত স্কটল্যান্ডের ন্যাশনালিস্ট পার্টি এবং লিব ডেমোক্রেটসদের সঙ্গে একটি মধ্যস্থতা করতে হবে।এদিকে, সমঝোতার ভিত্তিতে ব্রেক্সিট বাস্তবায়ন তিন মাস পিছিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য সরকার ।
বাংলাদেশ সময়: ১৫:৩১:৫৫ ১৮১ বার পঠিত