
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। এ ভূমিকম্পের আঘাতে দেশটির অসংখ্য বাড়ি-ঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শক্তিশালী এই ভূমিকম্প থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল। ভূমিকম্পে একজনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে ব্যাংকক পোস্ট।
স্থানীয় সময় সকাল ৯টা ৪ মিনিটে ভূমিকম্পটি টুলুনানের ২৬ কি.মি. উত্তরপূর্ব ও ডাভাও সিটির ১০০ কি.মি. দক্ষিণ পশ্চিমের কোটাবাটমে আঘাত হানে বলে জানিয়েছে ফিলিপাইন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি।
বাংলাদেশ সময়: ১৫:৪৩:৩৪ ১১৩ বার পঠিত