
শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থের কারণে বিশ্বের শক্তিধর দেশগুলো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নীরব রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার এক টুইট বার্তায় এই মন্তব্য করেছেন।
পাক প্রধানমন্ত্রী বলেন, ভারত সরকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শ ও ফ্যাসিস্ট মনোভাব পোষণ করে যার কারণে জম্মু-কাশ্মীরকে এখনো অবরুদ্ধ অবস্থায় রেখছে।
ইমরান খান আরো বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শই হচ্ছে কাশ্মীরের জনগণের উপরে ব্যাপকভাবে মানবাধিকার লংঘন করা আর আন্তর্জাতিক সম্প্রদায় তাদের নিজেদের স্বার্থের কারণে নীরব রয়েছে।
গত ৫ আগস্ট বিজেপি শাসিত ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়। এরপর থেকে এখন পর্যন্ত কাশ্মীরের অচলাবস্থা অব্যাহত আছে বলে অভিযোগ উঠেছে।
কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর থেকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান এর কড়া বিরোধীতা করছেন। এর জেরে তিনি ভারতের সঙ্গে বিভিন্ন বানিজ্য চুক্তি বাতিল করেছেন। এনিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সম্পক তলানিতে ঠেকেছে।
বাংলাদেশ সময়: ১৫:০১:৫১ ১৭২ বার পঠিত