আজ বিশ্ব হাত ধোয়া দিবস

প্রথম পাতা » অন্যান্য » আজ বিশ্ব হাত ধোয়া দিবস
রবিবার, ১৫ অক্টোবর ২০১৭



---বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ রবিবার ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৭’ পালন করা হবে। প্রতিদিন সাবান দিয়ে হাত ধোয়া অভ্যাসে পরিণত করতে এ দিনটি সারাবিশ্বের মানুষকে অনুপ্রাণিত ও সংগঠিত করে থাকে। নানা রোগবালাই প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া যে জরুরি, দিবসটি মানুষের মাঝে সে সচেতনতাও জাগ্রত করে। বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে হাত ধুতে পারলে ২০ ধরনের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

দিবসটি পালনে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে দিবসটি উপলক্ষে ‘লার্জেস্ট হিউম্যান ইমেজ অফ এ হ্যান্ড’ তৈরি করার মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড- এ নাম লেখাতে চলছে হেলথ সোপ ব্র্যান্ড লাইফবয়। হাত ধোয়ার মতো একটি জীবনরক্ষাকারী অভ্যাস শেখাতে এবং এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে লাইফবয়-এর সাথে এই উদ্যোগে অংশ নেয় ১১ হাজারের বেশি স্কুল শিক্ষার্থী। গতকাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে এসব শিক্ষার্থীরা লাইফবয় ব্র্যান্ডের টি-শার্ট এবং ক্যাপ পরে লাইফবয় টিম এর সহযোগিতায় এ কার্যক্রমে অংশগ্রহণ করে।

এ আয়োজনে অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী খৈয়াম সানু সন্ধি এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উদ্যোগটি সরাসরি পর্যবেক্ষণ করতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস এর সংশ্লিষ্ট প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৪৬:৫০   ৮৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অন্যান্য’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
শিল্প-কারখানায় প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে সরকার - শিল্পমন্ত্রী
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
আল কোরআন ও আল হাদিস
সময়াবদ্ধ গৃহীত পরিকল্পনা মাফিক প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিশ্চিত করতে হবে - শিল্পমন্ত্রী
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি

আর্কাইভ