
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বিশ্ব ইজতেমায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
র্যাব-পুলিশের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।
বৃহস্পতিবার সকালে কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টার থেকে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘ইজতেমার প্রবেশের জন্য বেশ কিছু গেট করা হয়েছে। মুসল্লিদের তল্লাশি করে সেখানে প্রবেশ করানো হবে। এ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে আর্চ টাওয়ার বসানো হয়েছে।’ র্যাব প্রধান বলেন, ‘ইজতেমা ময়দানকে দু’টি সেক্টরে ভাগ করা হবে। আকাশ থেকে হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। ইজতেমা মাঠে দু’পক্ষের দ্বন্দ্বের জেরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেও সতর্ক আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।’
বেনজীর আহমেদ বলেন, ‘ইজতেমায় ২৭টি দেশের নাগরিকসহ বিপুল সংখ্যক মুসল্লির জমায়েত হবে। ময়দানের অভ্যন্তরে পোশাকধারী র্যাব সদস্যর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যাক সাদা পোশাকের সদস্য মোতায়েন থাকবে। এছাড়া, র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, সুইপিং টিম ও স্কোয়াড প্রস্তুত থাকবে। যেকোনো আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় আমাদের ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত আছে।’
বাংলাদেশ সময়: ১৪:৩৬:৫২ ২০৪ বার পঠিত