সিরিয়ায় অস্ত্রবিরতিতে সম্মত হতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স ও জার্মানি। সম্প্রতি সিরিয়ার ঘৌটায় অব্যাহত বিমান হামলায় বেসামরিক প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়ে পুতিনের কাছে লেখা এক যৌথ চিঠিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল এই আহ্বান জানান।
ইমানুয়েল ম্যাক্রোঁ এবং আঙ্গেলা মেরকেল বর্তমানে ইইউ সম্মেলনের জন্য বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থান করছেন। সেখান থেকে পাঠানো চিঠিতে ঘৌটায় ৩০ দিনের জন্য অস্ত্রবিরতি কার্যকর করতে নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে সমর্থন দিতে পুতিনের প্রতি আহ্বান জানান এই দুই ইউরোপীয় নেতা। মানবিক ত্রাণ সহায়তা ও আহতদের উদ্ধারের জন্য এই অস্ত্রবিরতি প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করেছেন তারা।
দুই নেতা আরও বলেন, সিরিয়ার রাজধানী দামেস্কে বেসামরিক মানুষের ওপর হামলা চালানো হচ্ছে। সেখানে রাশিয়ার দূতাবাসও রয়েছে। অথচ বেসামরিক মানুষদের রক্ষার দায়বদ্ধতা তাদের নেই।
এর আগে আসাদের প্রধান পৃষ্ঠপোষক রাশিয়ার বিরোধিতার কারণে অস্ত্রবিরতি নিয়ে গত বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে কোনও ঐকমত্য হয়নি। বৈঠকের প্রাক্কালে ঘৌটায় বৃষ্টির মতো বোমা বর্ষণ করে আসাদ বাহিনী।
এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর বলছে, এখন কার্যকরী ব্যবস্থা নেয়ার সময় এসেছে। ইস্টার্ন ঘৌটায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে ফ্রান্স ও জার্মানি। এ ব্যাপারে রাশিয়াকে দায়িত্ব নিতে হবে।
এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের এক সংস্থা জানিয়েছে, বিমান হামলায় ছয় দিনে চার শতাধিক মানুষকে হত্যা করেছে আসাদ বাহিনী। আহত হয়েছেন আরও দুই হাজারের বেশি মানুষ।
ঘৌটা সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব উপকণ্ঠের একটি শহর। এখানে প্রায় চার লাখ মানুষের বসবাস। এটির নিয়ন্ত্রণ রয়েছে বিদ্রোহীদের হাতে। রুশ বিমান বাহিনীর সহায়তায় আসাদ বাহিনী গত ছয় দিন ধরে সেখানে বোমাবর্ষণ করছে। ক্ষেপণাস্ত্র ও মর্টারের গোলায় এরইমধ্যে প্রাণহানি হয়েছে চার শতাধিকেরও বেশি সাধারণ মানুষের।
পূর্ব ঘৌটায় সহিংসতা ছড়িয়ে পড়ায় ‘গভীরভাবে শঙ্কিত’ বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বেসামরিক নাগরিকদের রক্ষায় সংশ্লিষ্ট পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বাংলাদেশ সময়: ১৫:১১:১৯ ৩৭৬ বার পঠিত