
চাঁদপুরের হাজীগঞ্জের পশ্চিম কাজীরগাঁও গ্রামের মিয়াজী বাড়ীতে পুকুর ঘাটে গরুর বাচুর বেঁধে রাখাকে কেন্দ্র করে নাসির উদ্দিন নামে ব্যক্তিকে দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করার অপরাধে প্রধান আসামি মো. জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় দেন। নিহত নাসির উদ্দিন মিয়াজী বাড়ীর আব্দুল মতিন মিয়াজীর ছেলে। বাদী ও বিবাদীরা একই বাড়ীর বাসিন্দা।
সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজিত রায় চৌধুরী বলেন, মামলাটি প্রায় ১৩ বছর আদালতে চলমান অবস্থায় ১৫জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এই রায় দেন। রায়ের সময়ে সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক ছিলেন। সরকার পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন মোক্তার আহমেদ। আসামী পক্ষের আইনজীবী ছিলেন রাজেশ মুখার্জি ও মো. ফারুক।
বাংলাদেশ সময়: ১৬:৪৪:৫৪ ১৩৬ বার পঠিত