চাকরিচ্যুত করায় শপিংমলে গুলি, ৩০ জনকে জিম্মি

প্রথম পাতা » আন্তর্জাতিক » চাকরিচ্যুত করায় শপিংমলে গুলি, ৩০ জনকে জিম্মি
সোমবার, ২ মার্চ ২০২০



---

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এক শপিংমলে গুলি চালিয়েছে এক বন্দুকধারী এবং অন্তত ৩০ জনকে জিম্মি করে রেখেছে। দেশটির পুলিশ ঐ শপিংমল ঘিরে রেখেছে।

দেশটির রাজধানীর সান জুয়ান অঞ্চলের ভি-মলে এই ঘটনা।সান জুয়ানের মেয়র ফ্রান্সিস জামোরা সাংবাদিকদের বলেন, আনুমানিক ৩০ জনকে জিম্মি করেছে ওই বন্দুকধারী। তবে এই সংখ্যা কম বেশি হতে পারে।

তিনি আরো বলেন, ঐ বন্দুকধারী শপিং মলের নিরাপত্তা রক্ষীর দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাকে চাকরিচ্যুত করা হয়েছিল।

জামোরা বলেন, বন্দুকধারীর গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন, তিনি নিকটস্থ হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদ সম্মেলনে জামোরা আরো বলেছেন, ঐ বন্দুকধারীর সশস্ত্র। তার কাছে পিস্তল আছে এবং চিৎকার করে বলেছে তার কাছে গ্রেনেড আছে। তবে তার কাছে গ্রেনেড আছে কিনা তা নিশ্চিত করা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ডজনের বেশি সোয়াট কমান্ডকে ঐ শপিংমলে প্রবেশ করতে দেখা গেছে। তাদের সঙ্গে ভারি অস্ত্র ছিল। এছাড়া পুলিশ শপিং মলের বাইরে অবস্থান করছে। সঙ্গে আছে অ্যাম্বুলেন্স। এন বিসি নিউজ।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:১৪   ২১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ