
তালেবানের হামলায় অন্তত ২০ আফগান সেনা নিহত হয়েছেন। এদের মধ্যে পুলিশ ও সেনা আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তালেবান পলিটিক্যাল প্রধানের ফোনালাপের কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কুন্দুজের ইমাম সাহিব জেলার ৩ টি সেনা ক্যাম্পে হামলা চালায় তালেবান যোদ্ধারা। এতে আফগান সরকারের ১০ সেনা ও ৪ পুলিশ নিহত হয়।
এছাড়া মঙ্গলবার রাতে উরুজগান প্রদেশে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে বলে খবরে বলা হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তালেবান প্রধানের সঙ্গে তার অনেক ভাল কথা হয়েছে। দীর্ঘ ৩৫ মিনিট ফোনে কথা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। এমন খবরের পরেই এই হামলার খবর এলো।
বাংলাদেশ সময়: ১৫:০৮:৪৮ ১৩১ বার পঠিত