
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে ১২ লাখের বেশি। সোমবার রাত ১০টা পর্যন্ত এই সংখ্যা দাঁড়ায়।
ওয়ার্ল্ড ও মিটারের ওয়েবসাইটে বলা হয়, এখন পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে ৭০ হাজার ১২ শ’ ৬৯ জন মারা গেছে। আর আক্রান্ত হয়েছে ১২ লাখ ৯৭ হাজার ৭৮ জন।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখনো ইউরোপ। এখন সেই কেন্দ্রস্থল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র।
ইউরোপে সবার ওপরে আছে ইতালি। সেখানে মৃতের সংখ্যা ১৫ হাজার ৮৮৭ জন। আর আক্রান্ত হয়েছে এক লাখ ২৮ হাজার ৯৪৮ জন।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে তিন লাখ ৩৭ হাজার ৯৩৩ জন। মারা গেছে ৯ হাজার ৬৩৩ জন।
এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন। আক্রান্ত হয়েছে ১২৩ জন।
বাংলাদেশ সময়: ২৩:২৪:১৯ ১৬১ বার পঠিত