
বগুড়ার গাবতলীতে লুডুতে জুয়া খেলা নিয়ে বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে মানিক মিয়া (২২) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে উপজেলা গাবতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া গাবতলী পশ্চিমপাড়ার আবেদ আলীর ছেলে।
গাবতলী থানার ওসি নুরুজ্জামান রাজু এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মানিক ও একই এলাকার রিপন মিয়ার ছেলে নাহিদ হাসান কালু দুই বন্ধু। তাদের বাবা গাবতলী বাজারে চা বিক্রি করেন। দুই বন্ধু দোকানে কাজের ফাঁকে টাকা দিয়ে লুডু খেলতেন। বুধবার বিকালে লুডু খেলা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে নাহিদ বন্ধু মানিককে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা রক্তাক্ত মানিককে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় তিনি মারা যান।
গাবতলী থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাহিদের ভাই মনিসহ দু’জনকে আটক করা হয়েছে। এ ছাড়া নাহিদকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২২:০৩:৪৮ ২১৬ বার পঠিত