মাঠে নামছে অস্ট্রেলিয়া!

প্রথম পাতা » আন্তর্জাতিক » মাঠে নামছে অস্ট্রেলিয়া!
শুক্রবার, ৮ মে ২০২০



---

খেলায় ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। জীবনঘাতী করোনাভাইরাস প্রতিরোধে গ্যাজেট উদ্ভাবন করেছে দেশটি। সেই প্রযুক্তি সঙ্গে করে প্রাক-মৌসুম অনুশীলন করবেন অজি ক্রিকেটাররা।

আপাতত প্র্যাকটিস সেশন চালু করছে সিএ। এটি চলাকালীন অস্ট্রেলীয় বোর্ডের প্রধান চিকিৎসক জন অৰ্চার্ড এবং ক্রীড়া বিজ্ঞান ও ওষুধ বিশেষজ্ঞ আলেক্স কৌন্টরিস উপস্থিত থাকবেন। শিগগির ক্রিকেট ফিরিয়ে আনতে এ মুহূর্তে বিভিন্ন দেশের বোর্ডের সঙ্গে আলাপা-আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা।

আইসিসি ও অস্ট্রেলিয়া সরকারের বিশেষ কমিটিতেও রয়েছেন অৰ্চার্ড ও কৌন্টরিস। ক্রিকেট মাঠে কী কী অনুশাসন, বিধিনিষেধ মেনে চলতে হবে, তা নিয়ে কাজ করছেন এ দুজন।

ফিল্ডের প্রটোকল হিসেবে আপাতত অনুশীলনে বল চকচকে করতে থুতু কিংবা লালা, ঘাম ব্যবহারে ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সামাজিক দূরত্ব মেনে চলাও বাধ্যতামূলক হচ্ছে।

নিয়মনীতি প্রসঙ্গে কৌন্টরিস বলেন, নেটে সোশ্যাল ডিসট্যান্স মেনে চলতে হবে। একটি নেটে তিনজনের বেশি থাকতে পারবেন না। একধাপে শুধু একজন বোলারই থাকবেন। ব্যাটসম্যান ২২ গজ দূরে থাকবেন। এসব মেনে চললে সমস্যা হবে না। এরই মধ্যে এগুলো নিয়ে ক্রিকেটারদের অবহিত করা হয়েছে। তাদের বারবার বলা হচ্ছে- শারীরিক দূরত্ব বজায় রেখে চলবে।

মূল ক্রিকেট মাঠে অর্থাৎ ম্যাচে আসতে যাওয়া সম্ভাব্য পরিবর্তন নিয়ে তিনি বলেন, উইকেট শিকারের পর আনন্দ-উল্লাস করতে সতীর্থদের সঙ্গে হাই-ফাইভ করতে পারবেন না বোলাররা। তবে দূরত্ব বজায় রেখে হার্ডল করতে পারবেন। তাও যতটা সম্ভব সেটি এড়িয়ে চলতে হবে।

সিএ ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রধান বলেন, বিকল্প পথে উদযাপন করা যায় কিনা, সেই উপায় খুঁজতে হবে। কারণ পুরনো অভ্যাস রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১৪:০৯:২৮   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ