
নেপাল এবং ভারতের মধ্যে বিরোধ তৈরির চেষ্টা করছে চীন। এমন অভিযোগ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল এমএম নারভানে। শনিবার একটি অনলাইন কনফারেন্সে ভারতের সেনাপ্রধান জেনারেল এমএম নারভানে এই অভিযোগ করেন।
জেনারেল এমএম নারভানে বলেন, কাঠমাণ্ডু ঠিক কেন প্রতিবাদ জানিয়েছে বলতে পারবো না। তবে এই সব সমস্যা যে তারা অন্য কারোর হয়ে তৈরি করছে সেটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে এবং এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
গত ৮ মে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সীমান্তের লিপুলেখ এলাকায় একটি লিঙ্ক রোডের উদ্বোধন করেন। এই রাস্তা নিয়েও নেপাল তীব্র প্রতিবাদ জানায় ও ওই এলাকাটিকে তাদের বলে দাবি করে।
এই রাস্তা নিয়ে ভারতের সেনাপ্রধান আরো বলেন, কালি নদীর পূর্বদিক নেপালের অংশে পড়ছে এবং পশ্চিমদিক ভারতের অংশ। এই নিয়ে তো কোনও সমস্যা নেই। আর রাস্তা তৈরি হয়েছে কালি নদীর পশ্চিমদিকে।
প্রসঙ্গত, সম্প্রতি লাদাখ এবং সিকিম সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘাত হয়।
বাংলাদেশ সময়: ১৫:০০:২৩ ১৫৫ বার পঠিত