আমি অস্ট্রেলিয়ার শীর্ষ ছয় ব্যাটসম্যানের একজন: উসমান খাজা

প্রথম পাতা » আন্তর্জাতিক » আমি অস্ট্রেলিয়ার শীর্ষ ছয় ব্যাটসম্যানের একজন: উসমান খাজা
বুধবার, ২০ মে ২০২০



---

অস্ট্রেলিয়ার একমাত্র মুসলিম ক্রিকেটার উসমান খাজা সম্প্রতি ফক্স স্পোর্টসকে বলেছেন, আমি অহঙ্কার করে বলছি না, আমার কাছে মনে হয়– বর্তমানে দেশের শীর্ষ ছয় ব্যাটসম্যানের মধ্যে আমি একজন।

৩৩ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান আরও বলেন, বয়স কেবল একটি সংখ্যা মাত্র। পারফরম্যান্স করার জন্য বয়স কোনো ফ্যাক্টর নয়, আমি এখনও দেশের জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে দিতে প্রস্তুত আছি।

তিনি আরও বলেন, কাউন্টি ক্রিকেট আমি প্রমাণ করেছি, জাতীয় দলেও আমার বেশ কিছু ভালো ইনিংস আছে। আমার সম্পর্কে স্টিভ স্মিথও ভালো জানে।

উসমান খাজা অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্টে ৪০.৬৬ গড়ে আটটি সেঞ্চুরি আর ১৪টি ফিফটির সাহায্যে ২ হাজার ৮৮৭ রান সংগ্রহ করেছেন। আর ৪০টি ওয়ানডে ম্যাচে ৪২ গড়ে দুটি সেঞ্চুরি আর ১২টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেছেন ১ হাজার ৫৫৪ রান।

২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই আসা-যাওয়ার মধ্যে রয়েছেন খাজা। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে উসমান খাজার পরিবর্তে সুযোগ পেয়ে প্রত্যাশার চেয়েও ভালো খেলে জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করে নেন মার্নাস লাবুশেন। তাতে কপাল পুড়ে যায় উসমান খাজার। যে কারণে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন তিনি।

তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং মনে করেন আসন্ন গ্রীষ্মে কুইন্সল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফরম করে আবারও জাতীয় দলে খেলার সুযোগ তৈরি করে নিবেন উসমান খাজা।

বাংলাদেশ সময়: ১৬:১৬:২৩   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ