কাঁঠালবাহী পিকআপে পাওয়া গেল অস্ত্র-ইয়াবা

প্রথম পাতা » আইন আদালত » কাঁঠালবাহী পিকআপে পাওয়া গেল অস্ত্র-ইয়াবা
শুক্রবার, ২২ মে ২০২০



---

রাজধানীর আদাবরে ফলবাহী একটি পিকআপে তল্লাশি চালিয়ে অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-২। বৃহস্পতিবার রাতে রিং রোড এলাকার চেকপোস্টে এ ঘটনা ঘটে। এ সময় কাঁঠাল ও ডাব বোঝাই পিকআপটিতে পাওয়া যায় দেশে তৈরি দুটি বন্দুক, ছয় রাউন্ড গুলি ও সাত হাজার পিস ইয়াবা।

অস্ত্র-মাদক বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ ও চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ওসমান, শাহজাহান সরকার, সেলিম সরকার ও নুর ইসলাম।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি জাহিদ আহসান জানান, ক্রাইম প্রিভেনশন স্পোশালাইজড কোম্পানির কমান্ডার পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী গোপনসূত্রে জানতে পারেন, কাঁচামাল পরিবহনের আড়ালে কক্সবাজার থেকে মাদক ও অস্ত্রের চালান আসছে। সেগুলো পৌঁছানো হবে ঢাকার এক মাদক সম্রাট ও অস্ত্র ব্যবসায়ীর কাছে। এরপর সন্দেহভাজন পিকআপটির গতিবিধি জেনে আদাবরের রিং রোড এলাকার হক সাহেব মোড়ে চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে কাঁঠাল ও ডাবভর্তি পিকআপ গাড়িটি আসে। চালকসহ তিন যাত্রীকে তল্লাশির সময় দুজনের পিঠে থাকা ব্যাক প্যাকে বন্দুক, গুলি ও প্রত্যেকের কাছে ইয়াবা পাওয়া যায়।

আরো পড়ুন : সম্পত্তির লোভে মায়ের বিরুদ্ধে চিকিৎসক ছেলেকে পাগল বানানোর অভিযোগ

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা তাদের গডফাদারদের সহায়তায় দীর্ঘদিন ধরে যানবাহনে ‘জরুরি প্রাণি খাদ্য উৎপাদন কাজে নিয়োজিত’ স্টিকার সাঁটিয়ে অবৈধ অস্ত্র ও ইয়াবার চালান নিয়ে আসছিল। আসামিরা জানায়, কক্সবাজার থেকে রওনা হওয়ার সময় তাদের সামনে প্রাইভেটকারে একটি অগ্রগামী দল থাকে। রাস্তায় চেকপোস্ট থাকলে বা গাড়ি তল্লাশি হলে তারা মূল দলকে সতর্ক করে দেয়। এভাবেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তারা অস্ত্র ও ইয়াবা ঢাকায় আনছিল।

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৩৬   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ