ট্রাম্প বিশ্বস্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় বিশ্বব্যাপী নিন্দা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্রাম্প বিশ্বস্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় বিশ্বব্যাপী নিন্দা
শনিবার, ৩০ মে ২০২০



---

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচ্ও) সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে যুক্তরাষ্ট্র।এ প্রেক্ষিতে বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা নিন্দা করেছেন।

শীর্ষস্থানীয় এক ব্রিটিশ ক্যান্সার বিশেষজ্ঞ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট দেহের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তে ’কোনও যুক্তি নেই’।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের এ সিদ্ধান্তকে বিশ্বব্যাপী চলমান মহামারির মধ্যে একটি ’হতাশাব্যঞ্জক’ পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন।

ট্রাম্প বারবার বলেছেন যে, ডব্লিউএইচ্ও করোনভাইরাস সঙ্কটের সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হয়েছে। শুক্রবার তিনি একে (ডব্লিউএইচ্ও) চীনের ’সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন’ বলে অভিযোগ করেছেন।

তিনি বলেন, ওয়াশিংটন তার বার্ষিক অনুদানের প্রায় ৩২৪ মিলিয়ন ডলার অন্য আন্তর্জাতিক সংস্থাগুলিতে পুনবন্টন করবে।

লিডস বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের সহযোগী অধ্যাপক ডাঃ স্টিফেন গ্রিফিন বলেছেন, বিশ্বব্যাপী চলমান সঙ্কটের মাঝে এই বিচ্ছেদ (সম্পর্কছিন্ন) বোধগম্য নয়।

তিনি বলেন, এই পদক্ষেপে কোনও যুক্তি নেই। মহামারির সংজ্ঞা অনুসারে বিশ্বব্যাপী সঙ্কট চলছে।

স্টিফেন গ্রিফিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে, এই ব্যবস্থা কীভাবে নেয়া হচ্ছে তা বোধগম্য নয়।

টুইট বার্তায় জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পাহন ডব্লিউএইচ্ও এর সংস্কারের প্রয়োজন বলে স্বীকার করেছেন।

তবে তিনি বলেন, পুরোপুরি সরিয়ে নেওয়ার (সম্পর্ক ছিন্ন করা) সিদ্ধান্তটি আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থার জন্য হতাশাব্যঞ্জক প্রতিক্রিয়া।

সূত্র : ইন্ডিপেন্ডেন্ট

বাংলাদেশ সময়: ২৩:০৬:২৪   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ