আ.লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি কারাগারে

প্রথম পাতা » আইন আদালত » আ.লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি কারাগারে
শুক্রবার, ৫ জুন ২০২০



---

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউপি মেম্বর ও কলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাইয়ুম সিকদার হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহামুদুল হাসান কায়েসকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে তাকে নড়াগাতি আমলি আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে গতকাল বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে যশোরের বেজপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৬।

জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৬ মে রাতে বিলাফর গ্রামের হাসু সিকদারের ছেলে বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সাবেক অধিনায়ক কাইয়ূম সিকদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।

এ সময় নড়াগাতি থানা কৃষকলীগের সভাপতি আবুল হাসনাত মোল্যা, কলাবাড়িয়া গ্রামের মতিয়ার মল্লিক, সজীব মল্লিক ও জামাল গুরুতর আহত হন।

এ ঘটনায় ২৯ মে স্থানীয় ইউপি মাহামুদুল হাসান কায়েসকে প্রধান আসামি করে ৪৫ জনের নামে মামলা দায়ের করেন নিহত কাইয়ূমের ছেলে নাইমুল ইসলাম মিল্টন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন প্রধান আসামি কায়েস গ্রেপ্তারের বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:০৭   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ